আমাদের কথা খুঁজে নিন

   

উম্মত্ত আমি!! (প্রাপ্ত বয়ষ্কদের জন্য)

পরবাসী একটা অসহ্য দিন, আরও আছে চ্যাটের বালের অস্থিরতা ! কোথাও কিচ্ছু নেই ! যারা আসে, বুঝায়, নানাবিধ ধুনফুন- তাদের স্রেফ ভরে দিতে ইচ্ছে হয়। একদম চুপ ! রাস্তায় প্রচণ্ড জ্যাম ! বাইরে বৃষ্টি ! ভিতরে দগদগে ঘা ! পাঁচিলে গজায় সম্ভাবনার নতুন নতুন বাল ! অথচ গাড়ি দাঁড়িয়ে থাকে ঠিক আগের জায়গায়। এতদিনের দেখা ভরপুর যৌবনের শহর হঠাৎই যদি বলে বসে - আজ দিতে পারবো না, চলছে মাসিকের দ্বিতীয় দিন ! যদি ঢেকে দেয় জরায়ু ; গুঁজে রাখে ন্যাপকিন ! তবে পরিনত এই টাটানো অসুখ, মৌলিক সুখ কিসে মিটাই ? মাথার মধ্যে সাউয়ার সেই উরকি-ধুরকি পেইন... ইশ একটুর জন্য, স্রেফ একটুর জন্য ছুটে গেল লাস্ট ট্রেন ! কোন এক শালা হয়তো বলেছিল - বাঁচো নয়ত মরো ! অউফ কী অসহ্য ! কী নির্মম ! বুকের মধ্যে শুধু ঘাই মেরে যায়; চুথিয়ার মত হাঁসি হেসেই যায়, বলেই যায়- আজই বুঝি মরে যাওয়ার দিন ! হেরে যাওয়ার দিন !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.