আমাদের কথা খুঁজে নিন

   

আই কিউ ! (একটি শর্ট-ফিল্ম স্ক্রিপ্ট)

হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ EXT. ভার্সিটির গেটের সামনে । দিন - এখনও বিকেল হয়নি, হবে হবে করছে । একজন মোটা (অনেক মোটা) ছাত্র গেটের দিলে মুখ করে রাখা একটা রিক্সার দিকে এগিয়ে যাবে । (মোটা ছেলেটির গায়ে ঢোলা চেক শার্ট, ঢোলা জিন্স প্যান্ট, পিঠে মাঝারি সাইজের ব্যাগ) একটু দূর থেকে দেখা যাবে মোটা ছেলেটি রিক্সা চালককে কিছু একটা জিজ্ঞাসা করল । রিক্সার আড়ালে থাকায় চালককে দেখা যাচ্ছে না ।

চালক সম্ভবত রাজি হল । মোটা ছেলেটি রিক্সায় ওঠার জন্য এক পা রিক্সার উপরে রাখবে । যে পাশ থেকে মোটা ছেলেটি রিক্সায় ওঠার জন্য পা উঠিয়েছে, তার অপর পাশ থেকে তাকে রিক্সায় উঠতে দেখা যাবে । রিক্সা চালককে দেখা যাবে না । পেছন থেকে দেখা যাবে রিক্সাটি গেট দিয়ে ভার্সিটিতে ঢুকছে ।

রিক্সা চলছে । মোটা ছেলেটি হেড ফোন কানে লাগিয়ে গান শুনছে । গানের তালে তালে মাথা দুলাচ্ছে, পা নাচাচ্ছে । ফুর্তি ফুর্তি ভাব । গান শুনতে শুনতে ছেলেটি রাস্তার দু'পাশে তাকাবে ।

গতিশীল অবস্থা থেকে রাস্তার দু'পাশের দৃশ্য দেখা যাবে । মোটা ছেলেটিকে উদ্দেশ্য করে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া দুটি ছেলের একজন হাত তুলে 'হাই' করে । মোটা ছেলেটিও মুচকি হেসে হাত তুলে 'হাই' করে । হাসির রেশটা কমে মোটা ছেলেটার মুখটা আগের মত হয় । গানের তালে তালে সে মাথা দুলাতে থাকে, কিন্তু কোন কিছুর দিকে তাকিয়ে যেন তার চোখ আটকে আছে ।

তিনজন মেয়ে রাস্তার পাশ দিয়ে কথা বলতে বলতে আসছে, বোঝা গেলো মোটা ছেলেটা এতক্ষণ ধরে এদের দিকেই তাকিয়ে ছিল । রিক্সাটি মেয়েদের পাশ কাটালো । মোটা ছেলেটি ঘাড় ঘুরিয়ে রিক্সার এক পাশে ঝুঁকে মেয়েদের দিকে তাকিয়ে দুষ্টোমি ভরা হাসি দিবে । মোটা ছেলেটি গানের তালে তালে আগের চেয়ে জোরে জোরে মাথা নাড়তে থাকে, সাথে সাথে গানের তালে তালে শব্দ ছাড়া চিৎকার করে ওঠে । মাথা নাড়তে নাড়তেই রাস্তার পাশ দিয়ে যাওয়া একটি ছেলেকে উদ্দেশ্য করে সে হাত তুলে আঙ্গুল নাড়িয়ে 'হাই' করবে ।

ছেলেটিও হাত তুলে জবাব দিবে । রিক্সাটির সামনে থেকে মোটা ছেলেটি আর রিক্সা চালককে দেখা যাবে । মোটা ছেলেটি গানের তালে তালে এখনও মাথা দুলিয়ে, পা নাচিয়ে যাচ্ছে । রিক্সা চালকটি একটা বাচ্চা ছেলে ! চালক ছেলেটিকে কাছ থেকে দেখা যাবে । ( ছেলেটির পরনে স্যান্ড গেঞ্জি, হাফ প্যান্ট ) পেডেল মারার সময় পায়ের পেশী ফুলে উঠছে; মুখ হা করে দম নিচ্ছে; দম নেবার সময় বুকের হাড় ওঠা-নামা করছে ।

চালক ছেলেটিকে আরও কাছ থেকে দেখা যাবে । ছেলেটির মুখ ঘর্মার্ত, কপালের ঘাম স্পষ্ট দেখা যাবে । মুখ হা করে দম নিচ্ছে । কচি হাতে শক্ত করে ধরে রেখেছে রিক্সার হ্যান্ডেল । দৃষ্টি সামনে ।

( স্ক্রিপ্ট লেখার নিয়ম-কানুন খুবই অল্প জানি । তাই নিয়ম-কানুনের কথা চিন্তা না করে নিজের মত করে লিখে ফেলেছি । ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।