আমাদের কথা খুঁজে নিন

   

আবুল সঙ্গীত

আমি ব্লগার; ধর্মান্ধ জঙ্গী আর ধর্ম নিয়ে কটুক্তিকারী উভয়কেই সমান ঘৃণা করি! পদ্মার সেতুরে... মোর শুন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে পদ্মার সেতুরে... (২) এই সেতুতে ছিলোরে যার কড়কড়ে টাকা (২) আমি হারায়েছি তারে আমি হারায়েছি তারে রে পদ্মার সেতুরে... ... ... মোর বিশ্বব্যাংক নাই জাইকা, এডিবিও নাই, নাইরে মনটা কাঁদে তাইরে রে চোখের পানি নাইরে ... মোর আশারও গুড়ের বাটিতে, ইউনুস্যা বালি দিছে খায়ছি শালারে রে ... পদ্মার সেতুরে... ... ... ও পদ্মারে, তোর লাগি নেত্রীরে পটায়, দৌড়াইয়া জানডা গেল ... সেই নেত্রী মোর কয়না কথা, খিটমিট করে মুখ কৃষ্ণ কালো ও সে দাতাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় ... ... (২) যদি দেখিস তারে দিস এ পত্র তার পায় (২) বলিস কেন গো সে এত টেনশন করে নাহয় চান্দা তুলে, দেশকে পাঠাবো অন্ধকারে পদ্মার সেতুরে... মোর শুন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে পদ্মার সেতুরে... কার্টুন আঁকতে পারলে একটা ছবি আঁকতাম ... আমাদের আবুল হোসেন পদ্মার পাড়ে বসে গানটি গাচ্ছে ! কোন কার্টুনিস্ট আছেন নাকি সামুতে??? প্রিয় গানকে বিকৃত করায় মেজাজ খারাপ হলে এটা শুনে ঠান্ডা হোন! তই গালি দিয়েন না; আপ্নাগো প্লীজ লাগে !!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.