আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েট কর্তৃক নিলজ্জ্বতা পরিমাপের নতুন একক আবিষ্কৃত

অনেকে নির্লজ্জতার একক হিসেবে "নজরুল" (SM) একক ব্যাবহার করা যায় কিনা সে ব্যাপারে আলোচনা করতে আগ্রহী । আদর্শ কৃষ্ণবস্তুর মতই ১ "নজরুল" (এস এম নজরুল ব্যাতিত) নির্লজ্জ বাস্তবে পাওয়া যায় না । বস্তুত ইহা নির্লজ্জতার অনেক বড় একক । তাই বাস্তব জীবনে নির্লজ্জতা পরিমাপে "ন্যানো নজরুল" (NSM) এককের ব্যবহার যুক্তিসঙ্গত । প্রসঙ্গত , ১০০০০০০০০০ ন্যানো নজরুল = ১ নজরুল নির্লজ্জতার অন্যান্য 'বড়' এককের সাথে এর সম্পর্ক : ১ নজরুল = ৪.২ হাবিবুর = ৭.৬ মুনাজ = ১৪.৯ শামী মারা = ২১.৩ মুন্নী সাহা। --- সংগৃহীত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।