আমাদের কথা খুঁজে নিন

   

“সরকার” ও “বাংলাদেশ ব্যাংকের” নাকের ডগায় থেকে “ইসলামি ব্যাংক” মানিলন্ডারিং এর মাধ্যমে “জঙ্গিদের” সাহায্য করে আসছে । জঙ্গি দমনে আওয়ামিলিগ সরকার ব্যারথ ।

বাংলাদেশ ব্যাংক সব জেনে শুনে বোকার মত চোখ বন্ধ রেখেছিল এমন একটি দেশ ধ্বংসকারী ষড়যন্ত্রে । আমি আমার কথায় পরিস্কার ইসলামি ব্যাংক বা ওই সোশ্যাল ইসলামি ব্যাংক এর জন্য কতটুকু দায়ি আমি জানি না, কিন্তু এসব জঙ্গি তৎপরতার উছিলায় কালকে যদি আমার দেশকে আরেকটি আফগানিস্তান বানানো হয় তখন এর দায় ভার কার উপর বর্তাবে ? এটি মুলত কুয়াত্তর সনের ঘটনা যার পর প্রায় পার হয়ে গেল ষোল বছর । যেই লেনদেনটি ওই সময়ই সন্দেহজনক ছিল । আমার কথা হল তার পর এতদিন কেন এর তদন্ত করা হল না । কিসের জন্য অপেক্ষা করে যাচ্ছিল বাংলাদেশ ব্যাংক ? ইসলামি ব্যাংক এর প্রায় চল্লিশ শতাংশ শেয়ার হল জঙ্গিবাদের প্রত্যক্ষ মদদ দেয়া আল রাজি গ্রুপ ।

সুতরাং এটি সুস্পস্থ যে ইসলামি ব্যাংক এর সাথে আন্তর্জাতিক জঙ্গিবাদের প্রত্যক্ষ সম্পরক রয়েছে । এবার আসুন আমাদের জাতীয় পর্যায়ের জঙ্গিবাদের সাথে ইসলামি ব্যাংকের সম্পর্ক গুলি কিভাবে । এই ব্যাংকটি হল জামাতের ব্যাংক যার ৯৮ ভাগ করমকরতা -কর্মচারী জামাতের সাথে প্রত্যক্ষ ভাবে জরিত এবং সেই কারনেই তাদের নিয়োগ হয় । আর জামাত ই ইসলাম হল সেই দল যার সাথে শায়েক আব্দুর রহমান , বাংলা ভাইয়ের যে এম বীর প্রত্যক্ষ সম্পর্ক ছিল এবং এখনো লস্কর ই তায়েবা সহ অন্যান্য দলের সাথে সম্পর্ক রয়েছে । সুতরাং এই দলটির সাথে জঙ্গিবাদের যেই সম্পর্ক জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে তা অনেকটাই রক্তের বাধন বলা চলে ।

সুতরাং এই থেকে সহজেই প্রতিমেয় যে যেই কোন সময়েই আবার একসাথে ৬৫ স্থানে বোমা আক্রমন ঘোটতেও পারে এবং সেই জন্য যেই অর্থের যোগান প্রয়োজন সেটা এই ইসলামি ব্যাংকের মত ব্যাংক থেকে দেয়া কোন ব্যাপারই নয় এবং অতিতের ঘটনায় সেটা তারা করেও এসেছে বলে ধারনা করা হয় । যাই হোক দুষ্ট লোকের কথা দিয়ে পোষ্ট শেষ করবনা শেষ করব আমাদের আওয়ামি বাচাল সরকারের মিথ্যা প্রতুস্রুতি দিয়ে । জঙ্গিবাদ নস্যাৎ করার যেই অয়াদা করে তারা ভোট নিয়েছে গতবার সেটা কোথায় পালিত হল । তারা কেন কোন পদক্ষ্যাপ নিতে পারল না এই রিপোর্ট আসার আগে ? কেন আমার দেশের জঙ্গিবাদে খবর অন্যরা দিবে ? এত কিছুর পর যখন ওই ব্যাংকগুলুর এর কার্যক্রম বন্ধ না করে গভরনর সাহেব বলেন আমরা খতিয়ে দেখছি তখন নিজেকে নিজের দেশের ওইসব জঙ্গিদের সামনে দুর্বলতার ছাপ খুজে পাই । যাই হোক শুধু অপেক্ষা করব বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট এর যদি কোন শক্ত পদক্ষেপ না নেয়া হয় আমাদের যান মালের কথা চিন্তা করে তাহলে আমার ওই দিনের কথা হবে একটাই “ভোট চাইতে আমার দরজায় আসবেন না” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.