আমাদের কথা খুঁজে নিন

   

খুন (আত্মকাহিনী)

প্রত্যাশাই জীবন, বিবেক বাধা, আর বিভ্রান্তিই গতি সঞ্ছারক। হোক সে গতি পশ্চাৎমুখী কিংবা অভিমুখী। এই গতিতেই রয়েছে প্রত্যাশা, হয়ত ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী আমি লাল, প্রচণ্ড কুৎসিত লাল, তার উপরে কালো আভা, হ্যাঁ ,আমি রক্ত। আমি একাত্তুরের রক্ত, আমি বুলেটের আঘাতে প্রবাহিত রক্ত, আমি মুদ্রা, স্বাধীনতার মূল্যমান। আমি রক্ত, আমি মুক্তিযোদ্ধার মাতাল রক্ত, আমি ফিনকি দিয়ে এঁকে দিয়েছি বাংলার মানচিত্র। আমি বিদ্রোহী রক্ত, আমি বেয়নেটের আঘাতে গড়িয়ে পড়ি, আমি বাংলার মাটি উর্বর করি। হ্যাঁ, আমি রক্ত। আমি ধর্ষিত কিশোরীর প্রথম রক্ত, আমি কিশোরীর স্বপ্ন ভঙ্গ। আমি রক্ত আমি মুদ্রা আমি স্বাধীনতার স্বপ্ন স্বাধীনতার মূল্যমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।