আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা সেতু নিয়ে যখন এ্যাত ক্যাচাল, নাম পাল্টে ফেললেই তো সব ল্যাটা চুকে যায়

যত সব উল্টা পাল্টা চিন্তা, ভাবনা, ধ্যান ধারনা ব্লগে এবং সারা দেশে পদ্মা সেতু নিয়ে ক্যাচাল দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে গেছি। এত ক্যাচাল করার দরকার কি পদ্মা সেতু নাম পাল্টিয়ে ফেললেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আবার বিশ্বব্যাংকে বললেই হল তোমরা যখন পদ্মা সেতু নিয়া দূর্নীতি পাইছ তাইলে যাও পদ্মা সেতু বানানো বন্ধ, অন্য নামে ঋণ দাও এই দেখ তোমারে অনেক গুলা নাম দিলাম যেই নাম পছন্দ হয় সেই নামেই ঋণ দাও ১। বিশ্বব্যাংক সেতু ২। ঋণ সেতু ৩।

দূর্নীতি সেতু ৪। নারাজ সেতু ৫। দেশ সেতু ৬। চান্দা সেতু ৭। সংঘর্স সেতু ৮।

লাশ সেতু ৯। ব্যাংক একাউন্ট সেতু ১০। মোবাইল সেতু ১১। রক্তচোষা সেতু আপনাদের সুচিন্তিত মতামত একান্তভাবে কাম্য পদ্মা সেতু নিয়া আরেকখান পোষ্ট দিছিলাম আরও কি কি ভাবে পদ্মা সেতুর জন্য টাকা আদায় করা যেতে পারে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.