আমাদের কথা খুঁজে নিন

   

রেল কেলেঙ্কারির নায়ক ফারুক এখন আইনজীবি??

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা বেশিদিন হয়নি, কতদিন হবে আর, দু মাস বা তিন মাস। এরই মাঝে বিশাল অর্জন সেই বিখ্যাত ( প্রসিদ্ধ )ব্যক্তিটির। বহুল আলোচিত অর্থ কেলেঙ্কারির নায়ক ওমর ফারুক তালুকদার এখন আইনজীবি। তাও আবার ঢাকার সুপৃম কোর্টে?? "সাবেক রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার গত ৯ এপ্রিল রাতে বস্তাভর্তি টাকাসহ আটক হয়েছিলেন পিলখানার বিজিবি সদর দফতরে। " ঘটনার বাকিটি সকলের জানা।

আরও আশ্চর্য সকলে বেকসুর খালাস এর খবর এই পতৃকা ছাপেনি, তাই কিছু লিখতে পারলাম না। পতৃকা থেকে তার স্বাক্ষাতকারের উদ্ধৃতি, " গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ওমর ফারুক জানান, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। মামলা হওয়ার কোনো কারণও নেই। রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনার পর মন্ত্রীর দফতর থেকে তার চাকরি চলে যায়। কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি।

তিনি জানান, দুদক আমার কাছে টাকার উৎস, আমার ব্যক্তিগত ও পারিবারিক সম্পত্তিসহ যাবতীয় হিসাব চেয়েছিল। সেটি তিনি দুদককে দিয়েছেন জানিয়ে বলেন, এখন পর্যন্ত দুদক মামলা করার মতো কোনো তথ্য পায়নি। তদন্ত চলছে। তদন্ত শেষ হলে দুদক যদি অসংলগ্ন কোনো তথ্য পায় তাহলে তার বিরুদ্ধে মামলা করবে। " এইখানে খোঁচা দিতে পারেন বিচিত্র দেশ এই বংলাদেশ।

আমার সরকারি চাকুরীর মামলা আবেদনের জন্য এক অতিরিক্ত সচিব এর প্রশাসনিক সহায়তা ও উপদেশ এর জন্য গিয়েছিলাম। তিনি বললেন অসম্ভব সম্ভব এর দেশ বাংলাদেশ। বর্তমানে চাকুরিরত এক পুলিশের আ জি ছ' বছর দেশ থেকে লা পাত্তা থাকার পর চাকুরী ফেরত পেয়েছেন এবং চাকুরী করছেন বলে কথিত আছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।