আমাদের কথা খুঁজে নিন

   

খ্যাতিমানদের মজার ঘটনা-২

বিজ্ঞানী টমাস আলভা এডিসনের কথা তো আমরা সবাই জানি। তিনি ছিলেন খুব ভুলোমনা,কোনো কিছুই মনে রাখতে পারতেন না। তো একবার তিনি তার এক বন্ধুকে তার বাসায় খাবার দাওয়াত দিলেন। অথচ দাওয়াতের দিন এডিসন নিজেই বন্ধুকে দাওয়ার দেয়ার কথা ভুলে গেলেন। যথাদিনে বন্ধু এসে হাজির।

এসে দেখেন বাড়িতে কেউ নেই। বন্ধুটি তাই তার বিজ্ঞানী বন্ধুটির জন্য অপেক্ষা করতে থাকলো। কিন্তু সময় গড়িয়ে যায়, বন্ধুতো আসে না। অবশেষে খিদে লাগায় বন্ধুটি খিদে সইতে না পেরে টেবিলে রাখা খাবারের প্লেট নিজেই সাবাড় করে দেয়। কিছুক্ষন পরে এডিসন আসলেন।

এসে বন্ধুকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন “আরে দোস্ত, তুমি এই অসময়ে আমার বাসায়!!!! দাঁড়াও দেখি তোমার জন্য কোনো খাবার আছে কিনা”। এই বলে তিনি টেবিলে রাখা খাবারের প্লেটটির ঢাকনা তুলে দেখেন প্লেটটি খালি। এর পর আফসোস করে বন্ধুকে বলতে লাগলেন, “এই দেখো কান্ড,তোমার জন্য কিছুই রইল না। যাওয়ার সময় যে আমি খাবারটি খেয়ে গেছিলাম তাও ভুলে গেছি। ” এবার জেনে নিন বিশ্ববিখ্যাত কিছু খেলোয়াড়ের মজার ডাক নাম।

বাংলাদেশঃ (The Tigers) আব্দুর রাজ্জাকঃ (Lalla) মুশফিকুর রহিম বলে বলে এই নামটিকে বিখ্যাত করেছে। মাশরাফি বিন মুর্তজাঃ (Narail express) এই express বোলারের জন্ম নড়াইলে, তাই এই নাম। শাকিব আল হাসানঃ (Moyna) এই নাম শুনে তো আমি টাসকি খাইয়া গেছি, পরে উইকিপিডিয়া তে চেক করে দেখি ঘটনা সত্য। রফিকুল ইসলামঃ বাঘ মামা। খালেদ মাহমুদ সুজনঃ চাচা।

তামিম ইকবাল খানঃ ভাতিজা। শাহাদাত হোসেনঃ পাগলা, যদিও একসময় এই নামটা ছিল মাশরাফির। মোহাম্মদ আশরাফুলঃ অ্যাশ। অস্ট্রেলিয়াঃ (Baggy Greens) অস্ট্রেলিয়ান সাপোর্টারঃ (The Fanatics) মার্ক ওয়াহঃ (Audi) পর পর চার ম্যাচে ডাক মারার জন্য এই নাম, যেটা কিনা রেকর্ডবুকে লিখা আছে ০০০০ এভাবে। জ্যাসন গিলেস্পিঃ (Dizzy), কারন সে একজন Jazz artist গ্ল্যান ম্যাগরাঃ (pigeon), কবুতরের মতো লম্বা লম্বা পা থাকার জন্য তার এই নাম।

ডন ব্রাডম্যানঃ (The Don)। রিকি পন্টিং : (Punter )। শেন ওয়ার্নঃ (Warney), Hollywood - হলিউড নাম হয় তার লাগাম ছাড়া জীবন যাপনের জন্য। অ্যাডাম গিলক্রিস্টঃ (Church) কারন তার নামের শেষ অংশ হচ্ছে Christ, "Adam Gilchrist" (walker) আম্পায়ার আউট না দিলেও মাঠ থেকে বের হয়ে আসার ভদ্রতা দেখানোর জন্য। নাথান ব্র্যাকেনঃ (Andy G.) সে দেখতে অনেকটা জনপ্রিয় রিয়েলিটি শো "Australian Idol" এর উপস্থাপক Andrew Gunsberg এর মতো ।

বেন হিলফেনহাসঃ (Hilfy) হিলফেনহাস বলার চেয়ে হিলফি বলা সহজ। ভারতঃ (Men in Blue) শচীন টেন্ডুলকারঃ (Little Master ) সৌরভ গাঙ্গুলীঃ (Maharaj) , (Dada) (Prince of Calcutta) কলকাতার ছেলে এই জন্য হরভজন সিং ঃ (Bhajji) রাহুল দ্রাবিড়ঃ (The Wall) কঠিন ডিফেন্স এর জন্য। কপিল দেবঃ (The Haryana Hurricane) গৌতম গম্ভীরঃ (Gauti) বীরেন্দর শেবাগঃ (Viru) পাকিস্তানঃ (The unpredictable) ওয়াসিম আকরামঃ (Sultan of Swing) বল সুয়িং করানোর অসাধারন ক্ষমতার জন্য। ইনজামাম উল হকঃ Sultan of Multan, Inzi, আলু - তার স্থুল শরীরের জন্য। সাকলাইন মুশতাকঃ (Saqi)।

মুশতাক আহমেদঃ (musi)। শোয়েব আক্তারঃ (Rawalpindi Express)। শহীদ আফ্রিদীঃ (Boom Boom Afridi) ব্যাটিং এর সময় তার চার ছয় এর ফুলঝুরির জন্য। ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসঃ (Two W’s) দক্ষিন আফ্রিকাঃ (The Proteas) অ্যালান ডোনাল্ডঃ সাদা বিদুৎ (White Lightning) তার সময়কার সবচেয়ে দ্রুতগতির বোলার। ল্যান্স ক্লুসনারঃ (Zulu) জুলু সম্প্রদায়ে জন্ম নেবার কারনে তার এই নাম।

গ্রায়েম পোলকঃ (The Little Dog) পিটার পোলকঃ (The Big Dog ) শন পোলকঃ (Polly) হার্সেল গিবসঃ (Scooter) শ্রীলঙ্কাঃ (The Lions) মুত্তিয়া মুরালীধরনঃ (The Smiling Assassin) হাসি হাসি মুখে ব্যাটসম্যানদের খুন করার জন্য তার এই নাম। অর্জুনা রানাতুঙ্গাঃ (Captain Cool) কুমারা সাঙ্গাকারাঃ (Sanga) সানাত জয়সুরিয়াঃ (Matara hurricane) ওয়েষ্ট ইন্ডিজঃ (The Windies) জোয়েল গার্নারঃ (Big Bird ) ব্রায়ান লারাঃ (The Prince) ক্লাইভ লয়েডঃ (Super Cat) মাইকেল হোল্ডিং ঃ (Whispering death) ইংল্যান্ডঃ (The Poms) ইংল্যান্ডের সমর্থকঃ (The burmy army) মার্কাস ট্রেসকোথিকঃ (Banger) তার মাত্রাতিরিক্ত সসেজ প্রেম এর কারনে। এন্ড্রু ফ্লিনটফঃ (Freddie) কার্টুন চরিত্র Freddie Flintstone এর নামে ইয়ান বোথামঃ (Beefy ) গরুর মাংস প্রীতির জন্য। পল কলিংউডঃ (Nice Ginger)। কেভিন পিটারসেনঃ (K.P. ) তার নামের আদ্যাক্ষর।

স্টুয়ার্ড ব্রডঃ (Westlife) দেখতে Westlife ব্যান্ড এর এক টিম মেম্বার এর মতো বলে। নিউজিল্যান্ডঃ (The Black Caps) রিচার্ড হ্যাডলিঃ (Paddles) ক্রিস হ্যারিসঃ (Lugs ) খ্যাতিমানদের মজার ঘটনা-১১ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-১০ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৯ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৮ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৭ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৬ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৫ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৪ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৩ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-২ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-১ Click This Link বাংলার খ্যাতিমানদের মজার ঘটনা Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।