আমাদের কথা খুঁজে নিন

   

একটি খুশীর সংবাদ

[ একবারে আধা ঘণ্টার বেশি নয় লোডশেডিং রমজানে আধা ঘণ্টার বেশি হবে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস মিলেছে। রমজানে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সর্বাত্মক চেষ্টা করা হবে বলেও সোমবার জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। রমজানের শুরুর এক সপ্তাহ আগে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে তিনি বলেন, রোজার সময় একবারে আধা ঘণ্টার বেশি লোডশেডিং হবে না। রমজানে বিদ্যুৎ উৎপাদন বর্তমানের চেয়ে ৬০০ মেগাওয়াট বাড়ানো হবে জানিয়ে উপদেষ্টা বলেন, “ইফতার, তারাবির নামাজ ও সেহরির সময় যতদূর সম্ভব নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করব আমরা।

” “সাড়ে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে রোজার সময় প্রয়োজনে সাড়ে ছয় হাজার মেগাওয়াটই উৎপাদন করব আমরা। তবে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করলে ৬ হাজার ২০০ থেকে ৩০০ মেগাওয়াটেই চাহিদা পূরণ করা যাবে,” বলেন তিনি। রমজানে আজানের সময় যেন কোনোভাবে বিদ্যুৎ চলে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “ইফতার, তারাবি ও সেহরির সময় শিল্প কারখানায় উৎপাদন না করার অনুরোধ করছি। এছাড়া দোকান মালিকদেরও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ করছি।

” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.