আমাদের কথা খুঁজে নিন

   

খ্যাতিমানদের মজার ঘটনা-১

কাউকে পরোয়া এবং তোষামোদ না করার ব্যাপারে দার্শনিক ডায়োজেনিসের খুব সুনাম ছিল। সেটা ছিল দিগ্বিজয়ী বীর আলেকজান্ডারের শাসনামল। এক সকালে দার্শনিক ডায়োজেনিস তার বাসার সামনে রোদ পোহাচ্ছিলেন। হঠাৎ আলেকজান্ডার এসে তাকে জিজ্ঞাসা করলেন, 'আপনার জন্য আমি কি করতে পারি?' ডায়োজেনিস বললেন, 'আমি রোদ পোহাচ্ছি; আপনি সূর্যটা আড়াল করে দাঁড়িয়ে আছেন। আপাতত একটু সরে দাঁড়ালেই হয়।

' আরেকবার, সেটি অত্যাচারী রাজা ডেনিসের আমলের ঘটনা। তাকে একদিন শাক দিয়ে রুটি খেতে দেখে ওই সময়কার আরেক দার্শনিক বললেন, 'যদি রাজাকে একটু তোষামোদ করে বলতেন, তাহলে আর শাক দিয়ে রুটি খেতে হতো না!' ডায়োজেনিস সঙ্গে সঙ্গে বললেন, 'আপনি যদি শাক দিয়ে রুটি খেতে শিখতেন, তাহলে এমন এক অত্যাচারী রাজাকে তোষামোদ করতে হতো না। ' পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন একদিন নিউইয়র্কের বালটিমোর হোটেলে প্রাতরাশ সারতে যাচ্ছিলেন। পথে কয়েকজন সাংবাদিক তার পথ আগলে দাঁড়াল। বলল_ 'মি. ফ্লেমিং, আপনি একজন বিখ্যাত আবিষ্কারক।

দয়া করে বলবেন কি, এ মুহূর্তে আপনি ঠিক কি ভাবছেন?' রসিক ফ্লেমিং বললেন_ 'আপনারা খুব ভালো একটি প্রশ্ন করেছেন। আমি এ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভাবছিলাম। ' সাংবাদিকরা তার বক্তব্য নোট করার জন্য কাগজ-কলম বের করে বললেন_ 'ঠিক আছে। আপনি বলুন। আমরা নোট করে নিচ্ছি।

' ফ্লেমিং বললেন_ 'আমি ভাবছিলাম ব্রেকফাস্টে কটা ডিম খাব? মার্ক টোয়েন মার্ক টোয়েনের ছেলেবেলার একটি কাহিনী। তখন স্কুলে ভর্তি হয়েছেন তিনি। স্কুলের নিয়ম ছিল কোনো ছাত্র যদি স্কুলের টেবিলে দাগটাগ দেয়, তাহলে তাকে শাস্তি পেতে হবে। এক রকম শাস্তি সে বেছে নিতে পারে-সবার সামনে বেত খেতে হবে অথবা পাঁচ ডলার জরিমানা দিতে হবে। মার্ক টোয়েন একদিন টেবিলে দাগটাগ দিয়ে ফেললেন, ধরাও পড়লেন।

মাস্টারমশাই বললেন, ‘কোন শাস্তি চাও? সবার সামনে বেত খাবে, না পাঁচ ডলার জরিমানা দেবে? কাল এসে বলবে। ’ বাড়িতে এসে বাবাকে সব কথা খুলে বললেন মার্ক টোয়েন। বাবা হয়তো সবার সামনে বাচ্চা ছেলের বেত খাওয়াটা পছন্দ করলেন না। তিনি মার্ক টোয়েনের হাতে পাঁচ ডলার দিলেন। সে সময়ে পাঁচ ডলারের অনেক দাম, কিন্তু সবার সামনে বেত খাওয়া এমন কিছু সাংঘাতিক ব্যাপার নয়।

সুতরাং, জীবনে মার্ক টোয়েন সেই প্রথম রোজগার করলেন-পাঁচ ডলার! একবার এক ছাত্র মার্ক টোয়েনের কাছে এসে বলল-আমি ডাক্তারি পড়া ছেড়ে দিয়েছি। এখন সাহিত্য চর্চার মধ্য দিয়ে মানুষের উপকার করতে চাই। মার্ক টোয়েন উত্তর দিলেন-তুমি ডাক্তারী পড়া ছেড়ে দিয়ে এমনিতেই মানবজাতির অনেক উপকার করেছ। আর উপকার না করলেও চলবে! মার্ক টোয়েন একবার উনার এক সাংবাদিক বন্ধুকে বললেন- "বছর দশেক লেখালেখি করার পর বুঝতে পারলাম,এ ব্যাপারে আমার কোনও প্রতিভা নেই। " "তাহলে এটা বুঝবার পরও তুমি কেন লেখালেখি চালিযে যাচ্ছ?"-বন্ধু জানতে চাইল।

মার্ক টোয়েন উত্তর দিলেন-"কি করব, ততদিনে আমি রীতিমতো বিখ্যাত হয়ে গেছি যে!" মার্ক টোয়েন তখন মিসৌরির এক খবরের কাগজের সম্পাদক। একদিন এক পাঠক ফোন করে বলল, ‘আপনার কাগজে একটি মাকড়সা ছিল। এটা খারাপ লক্ষণ নাকি ভালো লক্ষণ, বলবেন?’ মার্ক টোয়েন উত্তর দিলেন, ‘কুসংস্কার ঝেড়ে ফেলুন। বাস্তব দৃষ্টিতে দেখলেই বুঝবেন, আসলে মাকড়সাটা কাগজ পড়ছিল। দেখছিল কোন কোন কোম্পানি এই কাগজে বিজ্ঞাপন দেয়নি, যাতে সে নিশ্চিন্ত মনে তাদের গুদামে এবং অফিসে গিয়ে পরিপাটি করে জাল বিছাতে পারে!’ এক ব্যাংকের কর্মকর্তার একটি চোখ নষ্ট হয়ে গেলে তিনি একটি পাথরের চোখ লাগান।

এবং চোখটি এত নিখুত ছিল কেউ ধরতে পারত না কোনটা নকল চোখ। মার্ক টোয়েন একবার ঐ ব্যাংকে টাকা উঠাতে গেলে ঐ কর্মকর্তা মজা করার জন্য মার্ক টোয়েনকে বলেন- আপনি যদি বলতে পারেন আমার কোন চোখটা নকল তবে আমি আপনাকে টাকা দেব। মার্ক টোয়েন কিছুক্ষণ লোকটির চোখের দিকে তাকিয়ে বলেন-আপনার বাম চোখটা নকল। লোকটি বিস্মিত হয়ে জানতে চায়-কিভাবে বুঝলেন? মার্ক টোয়েন উত্তর দেন- কারণ আপনার বাম চোখের মাঝেই এখনও দয়া ও করুণার কিছু আভা দেখা যাচ্ছে! মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে প্লেনে উড়বার আগে সিট বেল্ট বাঁধার কথা মনে করিয়ে দিলেন বিমানবালা। আলী অহংকারী গলায় উত্তর দিলেন- সুপারম্যানের সিট বেল্ট বাধার প্রয়োজন হয়না।

বিমানবালাও চটপট উত্তর দিলেন- সত্যিকার সুপারম্যানেরও প্লেনে চড়বার দরকার হয় না ! খ্যাতিমানদের মজার ঘটনা-১১ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-১০ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৯ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৮ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৭ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৬ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৫ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৪ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-৩ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-২ Click This Link খ্যাতিমানদের মজার ঘটনা-১ Click This Link বাংলার খ্যাতিমানদের মজার ঘটনা Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।