আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেকিং নিউজ- পদ্মা সেতুর টাকা সংগ্রহ: মধ্যরাতে রাবি ছাত্রলীগে সংঘর্ষ, গুলিবিদ্ধ রাবি ছাত্রের মৃত্যু

সবাই যদি দেশকে ভালবাসত, তাহলে কতই না ভাল হত ! পদ্মা সেতু নির্মাণে টাকা সংগ্রহকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লা হিল সোহেল রানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন। সংঘর্ষের পর আশঙ্কাজনক অবস্থায় রোববার রাতেই তাকে ঢাকায় আনা হয়। আজ সোমবার সকালে সোহেল রানাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল রানা রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমর্থক পক্ষের কর্মী ও সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

মৃত্যুর সংবাদে সোহেলের আত্মীয় ও ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় করছেন। উল্লেখ্য, পদ্মা সেতুর জন্য টাকা সংগ্রহ নিয়ে রোববার গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যকার সংঘর্ষে সোহেলসহ কমপক্ষে আটজন ছাত্র আহত হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ছাত্রলীগের তিন কর্মীকে পুলিশ আটক করেছে। জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপুর সমর্থক নেতা তাকিম রাতে মাদার বখশ হলে গিয়ে পদ্মা সেতুর টাকা সংগ্রহ নিয়ে বিরূপ মন্তব্য করেন।

এর প্রতিবাদে সভাপতি আহমদ আলীর সমর্থক পক্ষের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সাধারণ সম্পাদক সমর্থক পক্ষের কর্মী ও সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল্লা হিল সোহেল মাথায় গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসকদের পরামর্শে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। সংঘর্ষের পর রাতেই মাদার বখশ ও শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ছাত্রলীগের তিন কর্মীকে আটক করা হয়। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে রাবি প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মতিহার থানার ওসি আনিসুর রহমান বলেন, ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান। রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হোসেন বিপু বলেন, সংঘর্ষে জড়িতদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সুত্রঃ Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.