আমাদের কথা খুঁজে নিন

   

বলির পাঠা

[ সুরঞ্জিত বললেন"মোবাইল ব্যাবহার কারিদের কাছ থেকে প্রতিদিন ২ টাকা তোলা হোক", আজ মাননিয় স্পিকার বললেন ২৫ পয়সার কথা। নাসিম সাহেব বলেছিলেন"সরকারি সেবার উপর চার্জ বসানোহোক ,",সংসদ উপনেতা একবেলা বাজার করবেন না(তিনি কয় বেলা বাজার করেন! ) , গোলাম মাওলা রনি একধাপ এগিয়ে"প্রয়োজন ে কিডনি বিক্রি করবেন", কেউ শেয়ার বাজার , কারো চোখ রেমিটেন্স এরদিকে, ইত্যাদি ,ইত্যাদি, অথচ কেউ বলেনা"শুল্কমুক্ ত যে গাড়ি আমদানি তারা এতদিন করেছে তার শুল্কএখন আদায় করা হোক , কিংবা এখন থেকে এই সুবিধা বাতিল করা হোক , এম্পি - মন্ত্রীদের যে হাজার হাজার টাকা ফোনের বিল এখনও বকেয়াসেটা আদায় হোক ,", একজনও বলেনা শেয়ারবাজার থেকে যে বিশ হাজার কোটি টাকা লুট হল সেটা উদ্ধার করে পদ্মা সেতু হোক , মন্ত্রী আর তাদের এপিএস দের যে হাজার কোটি টাকার অবৈধ সম্পদসেগুলো বাজেয়াপ্ত করে সেতু হোক , তাদের বেতন ভাতা -গাড়ি বাড়ির সুবিধা কমিয়ে পদ্মা সেতু করা হোক,প্রতি অধিবেশনে প্রতিকার্জ দিবসে কোন রকম মুখ দেখানোর বিনিময়ে তারা যে ৫০০ টাকা পায় সেটা পদ্মা সেতুর ফান্ডে রাখা হোক ,কেউ বলেনা দুর্নীতির মাধ্যমে যে টাকা লুট হয় সেটা উদ্ধার হোক , ঋণ খেলাপিদের ঋণ আদায়করে পদ্মা সেতু হোক , শুধু জনগন দিবে?!! তারা দুর্নীতি করবে আর তার খেসারত দিবে জনগন !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।