আমাদের কথা খুঁজে নিন

   

এমন সুখে কে আছে আর?

মৌলিক অধিকার গুলো আজো আমাদের কাছে গনিকালয়ের অন্ধকার ঘরের তেল চিটচিটে বালিশে শুয়ে থাকা ষোড়শী নারী।ইচ্ছে হলেই গনতন্ত্রের দোহাই দিয়ে এদেশের সরকার ব্যবস্থা যখন খুশি তখন সেগুলোর সাথে পারস্পরিক সর্ম্পকে জড়িয়ে পরে। নষ্ট আমি কষ্টে আছি, এইতো বেশ ভালই আছি। আমার মতো এমন সুখে কে আছে আর? ইচ্ছে মতো হারিয়ে যাওয়া, দুপুর রোদে,মানুষ ভীড়ে তোকে খোঁজা। রাত দুপুরে বাড়িতে ফেরা,ইচ্ছে হলে না ফেরা উপোস পেটে খোলা মাঠে জ্যোৎস্না দেখা চোখের কোনে জল নিয়ে ঘুমিয়ে থাকা, এই শহরে এমন সুখে কে থাকে আর? আমার মতো এমন সুখে কে আছে আর? ছবি:গুগল মামা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।