আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন স্থপতি মাজহারুল ইসলাম

স্থপতি মাজহারুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শনিবার মধ্যরাতে তিনি মৃত্যুবরণ করেন। দেশের স্থাপনা শিল্পের অন্যতম পুরোধা স্থপতি মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ৮৯ বছর বয়সী এই স্থপতি বেশ কিছুদিন থেকেই বার্ধক্যজনিত নানা ধরনের সমস্যায় ভুগছিলেন। এর আগে বিদেশে ও দেশে তাঁর চিকিত্সা করা হয়েছে।

অবস্থার অবনতি ঘটায় দেড় মাস আগে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ১৯২৩ সালের ২৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন মাজহারুল ইসলাম। তিনি ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রথম সভাপতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছিল তাঁর প্রত্যক্ষ অংশগ্রহণ। বিভিন্ন প্রগতিশীল আন্দোলন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও কেন্দ্রীয় গ্রন্থাগার, জাতীয় গণগ্রন্থাগার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল স্থাপত্যসহ বিভিন্ন ভবন ও প্রকল্পের নকশা মাজহারুল ইসলামেরই তৈরি। কর্মজীবনের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে স্বাধীনতা পুরস্কারসহ বেশকিছু পুরস্কারে ভূষিত হন তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।