আমাদের কথা খুঁজে নিন

   

।। স্বাভাবিক মৃত্যু ।।

বাঙলা কবিতা ।। স্বাভাবিক মৃত্যু ।। _________ আজ প্রত্যূষেও তার ঘুম ভাঙতে পারতো মিষ্টিতর দোয়েল-কূজনে সেই দোয়েলের নাম হতে পারতো___শায়রা নাওয়াল যেদিন সে বিমূর্ত হয়ে গেল হয়তো তার আগে কোনও এক রাত্রিতে, একটাই স্বপ্ন দেখে থাকবে সে রাঙতার বিমানে চেপে লোকটা উড়ছে উড়ছে উড়ছে... একটা কাউন ক্ষেতের ওপর দিয়ে; শীষ থেকে ঝুরঝুর খসে পড়ছে কাউনদানাগুলো আর অকস্মাৎ সেই বিমান পৌঁছে গেল অসম্ভব অম্ল-নদীতে এবার, পাক খেয়ে পতিত হচ্ছে... নাইট্রিক অ্যাসিডের উত্তাল ঢেউজাগা সেই নদী মুহূর্তেই গলে ভেজাছাই হয়ে গেল সেই রাংতা-বিমান; যদি ওই স্বপ্নের মধ্যেই তার মৃত্যু হতো বলা যেতো, আহা! স্বাভাবিক মৃত্যুই তো হয়েছিলো লোকটার! _________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।