আমাদের কথা খুঁজে নিন

   

আমি ওই সিস্টেম শিখবার চাই...

এর আগেও অনেক সাহায্যমুলক পোস্ট দিছিলাম মাগার কচুকলা ভর্তা ছাড়া আর কিছু মিলে নাই। কিন্তু ভাইয়েরা বিশ্বাস করেন আজকেরটা বিরাট জরুরী। সেই দুপুর থেইকাই খুজতেসি মাগার মিলেনা। আইস্যা যেইটা খুজি হেইডা কইলাই...আমার একখান ভাঙ্গাচুরা নকিয়া 5320 music xpress symbian s60 3rd edition আসে...এইডার লিগা একখান সফট মারবার চাইতেসি। সফটখান হইল smart guard pro।

এইডা ভাই কি কমু বিররাট কামের একখান সফট। কুন শালা আপনার মুফাইলের চিকনের জিনিস পলাইয়া দেখবার পাইতোনা। মানে লক সফট আর কি। যারা চিননের তারা ঠিকই এতক্ষনে চিন্নালাইসেন... অখন কথা হইল গিয়া আমার মুফাইলের লিগা কম্পিটেবল এই সফটখানটার ডাউনলোড লিঙ্ক সাথে যেইডা গুরুত্বপূর্ণ হইল এইডার সিরিয়াল কী। আসলে কথা হইল আমার সফটখান আসে,লাগে হইল গিয়া এইডার সিরিয়াল কি।

এখন আমার চাওয়ার বিষয় হইল এর আগেও এইরকম সাহায্যমুলক আবেদন করসিলাম মাগার কেউ...আমি ভাবলাম আমার লেখার বা চাওয়ার মাঝে কি কুন গলদ আসে?আমি হয়তো ঠিকমতন চাইতে পারিনাই। সামুতে হয়তো সাহায্যমুলক পোস্টের জন্য লিখার কোন সিস্টেম আসে। আমি ওই সিস্টেম শিখবার চাই... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।