আমাদের কথা খুঁজে নিন

   

।। পদচিহ্ন ।।

বাঙলা কবিতা সব চিহ্ন চিরকেলে নয়__ সমুদ্র তা জানে, এই বালিয়াড়ি জুড়ে কত পদচ্ছাপ! পদচিহ্নে গড়ে ওঠা পথ গেছে অজস্রের দিকে... সূর্য সেই চিহ্নাবলী লণ্ঠন জ্বেলে দিয়ে দ্যাখে চাঁদ দ্যাখে, জোৎস্নার কুপিবাতি হাতে সৈকতের হু হু হাওয়া নিরপেক্ষ গান হয়ে হাসে সমুদ্র পাঠায় শত ঢেউসেনা__ বলে, 'যাও, মুছে দিয়ে এসো!'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।