আমাদের কথা খুঁজে নিন

   

চিরসবুজ-২

আমার পৃথিবীতে তোমাকে আজ স্বাগতম লাল মৃত্তিকার দেশেতে খুঁজে ফিরি শুধু তাকে আমার দূর থেকে প্রতিদিন দেখা সেই চিরসবুজ পরীকে প্রিয় নীল রং এর মাঝে একটু সবুজ দিয়ে দিও নীল সেটা দুখের রং, সেটা তুমি আমায় দিও ইচ্ছে বড় হয় আমার বলতে কথা তোমার সাথে আমি জানি না কেন দেখলে তোমায় ইচ্ছে করে তুমি কি কেউ ছিলে আমার কোন কালে, কোন জনমে সবশেষে বলবো আবার, হে চিরসবুজ, আমি দেখেছি তোমায় ঐ দূর থেকে আমি পাই নি তোমার হাসি কোন ফুল-পাপড়ির কোনে শুনি নি তোমার হাসির শব্দ কোন ঝর্নাধারার মনে তুমি সুন্দর, মেঘ কবিতার চেয়েও তুমি সুন্দর ।। (১৪-২-২০০৭)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।