আমাদের কথা খুঁজে নিন

   

৪২০ টাকা = ৪২০ টা মিঃ ম্যাঙ্গো

আমি যে হেঁটে যাই , শুধু পথে হেঁটে যাই , হেঁটে হেঁটে বহূদূর ...বহূদূর যেতে চাই সকাল বেলা ঘুম থেকে উঠেই মেজাজ টা খারাপ হয়ে গেল। বাজার করতে গেছি, শালার দোকানদার যে এক টাকা ফেরত পাইতাম তার বদলে একখান লেবেঞ্চুস আগায় দিছে। ভাবখানা এমন, হয় উহা চুষিতে চুষিতে বাড়ী যাইয়া আম্মাকে বল ' ম্যা ম্যা দোকানদার মামা না- আমাকে একটা লেবেঞ্চুউউউস দিয়েছে' নতুবা উহা পুটকির নিচে রাইখা তা দিতে থাক- একখান এক টাকার কয়েন পুটকির নিচে চলে আসব। আমার কথা হল, আমাদের জনন্নেত্রী উন্নয়নের জোয়ারে দেশ ভাসায় ফেলাক, কোন সমস্যা নাই। ডিজিতাল না কি যেন কয় সেই বাংলাদেশ বানাইবো , তা ও বানাক।

কিন্তু রাস্তায় যে বৃদ্ধ মানুষ টা এক বেলা খাওয়ার জন্য আমাদের কাছে হাত পাতে , তাকে দেওয়ার জন্য অন্তত মিঃ আম চকলেট বাজার থেকে উঠিয়ে কিছু 'এক' টাকা ছাপাক। এমন না যে লেবেঞ্চুস দিয়ে ফ্লেক্সিলোড ( ৩০ টাকার নিচে হলে যে একটাকা দিতে হয় ) এর টাকা শোধ করা যায়। তাছাড়া আমাকে কেউ কি বুঝিয়ে দিবে যে এক টাকার মূল্যমান একটা চকলেট এর দামের সমান কিভাবে হয়? যদিও আমি অর্থনীতির ছাত্র না তার পরেও এটা জানি যে, হিসাববিজ্ঞানে এন্ট্রি করার সময় টাকা আর চকলেট এক হবে না, যেহেতু টাকা হল ক্যাশ আর চকলেট হল ইকুইপমেন্ট। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে এর পিছনে বড় একটা ব্যবসায়িক উদ্দেশ্য আছে, এবং সেটা অবশ্যই দূর করা যায়। ছোট বেলায় আমার একখান মাটির ব্যাংক আছিল।

আমার বাবা যখন অফিস থেকে ফিরতো প্রতিদিন একটা করে এক টাকার কয়েন নিয়ে আসতো , আর আমি সেগুলো ব্যাংক টাতে রেখে দিতাম । আমার ছেলের যদি এইরকম অভ্যাস হয় ভবিষ্যতে , আমি বলার জন্য প্রস্তুতি নিচ্ছি যে- ' বাবা একসময় একটাকা পাওয়া যেত যা ছিল বাংলাদেশের জাতীয় প্রতীক খচিত এক ধরনের তামার জিনিস- ওটা তো এখন পাওয়া যায় না, তুমি এই লেবেঞ্চুস্টা ব্যাংকে রাখতে পার - যার দাম এক টাকা ' ভাবছিলাম পদ্মা সেতু বানানোর জন্য কিছু টাকা (৪২০ BDT) সরকাররে দিমু, এখন ভাবতাছি, অই টাকা দিয়া ৪২০ টা মিঃ ম্যাংগো কিইন্যা চুসতে থাকি , কামে দিব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।