আমাদের কথা খুঁজে নিন

   

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে(এটিএম বুথের তথ্য ফাস, আপনিও ছুটছেন না তো?)….

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে.... চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। কবিতাটি আমরা সবাই পড়েছি, কিন্তু কথাটি বাস্তবে যে কতবার আমাদের জীবনে ঘটে যায় সেটা আমরা অনেকেই জানিনা। চলুন একটা কান নেবার গল্প সংক্ষেপে বলি... আজ বিকেলবেলা কোন কাজ ছিলোনা,তাই ভাবছিলাম কি করা যায়!!!তখনি ডিবিবিএল এর বুথ দেখে হটাত মাথায় একটা বুদ্ধি চাপলো, যেই ভাবনা সেই কাজ। বুথে ঢুকে কার্ডটা মেশিনে দিয়ে আমার পিনটা উলটো করে দিলাম। দেখি পরের পেজ আসছে, দিলাম টাকা উইদ্রো, দেখি প্রসেসিং চলে। ভাবলাম এইতো হল,কার্ডটা আটকাতে চলেছে। অবসর সময়টা ভালই কাটবে দেখছি একটু পর দেখায়, আপনার পিন নাম্বারটা ভুল (বল কি হে মমিন) মনের অজান্তেই এক্কেবারে ভেবাছ্যাকা খাইয়া গেলাম :O ভেবে দেখুনতো, ডাকাত মহাশয়ের সামনে এমন ট্রিকে ধরা খাইলে কি হইতো? অনেকদিন যাবত দেখি বিভিন্ন গ্রুপ, পেজ এ একটা হট বিষয় নিয়া পরামর্শ দেয়া হয় যে, এটিএম বুথে ডাকাতের খপ্পরে পরলে কি করবেন? নীতিকথাঃ মানুষের এবং বিভিন্ন পেজের ফাউল কথায় কান দিয়া এইসবই কইরেন... :p

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।