আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামেরা বিশেষজ্ঞদের সাহায্য আশা করছি

এভাবে সমস্তই আগের মত রইবে সময়টা অসময়েই বইবে নিকন ডি ৩১০০ কিনেছি বেশ কিছু দিন হলো সাথে আছে ১৮-৩৫ ভি আর লেন্স , কিন্তু অটোমুড থেকে বেরিয়ে ছবি তলার সাহস পাচ্ছি না। এই বাপার টা নিয়ে কেউ কি আমাকে একটু সাহায্য করবেন? বেশ কিছু বিষয় জানবার আছে, সেগুলো হলোঃ ১) রাতের বেলা কিংবা অন্ধকারে ফ্ল্যাশ ছাড়া ছবি তুলতে চাইলে কি করতে হবে? ২) বকেহ বা ব্লার করতে হলে কি করতে হবে? ৩) এছারাও অন্যান্য যে মোড গুলো আছে, সেগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব? ৪) প্রাইম লেন্স সচরাচর কোন ধরনের ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং সেই ধরনের ছবি কি আমার এই লেন্স দিয়ে তোলা সম্ভব ? ৫) আমার এই লেন্স এর লিমিটেশন গুলো কি কি???? ৬) কোন কোন বিষয়ের ফলে ক্যামেরা নষ্ট হবার সম্ভাবনা থাকে? ৭) ভি আর লেন্স বলতে কি বুঝায়? এছারাও আমার আর কিছু প্রশ্ন আছে, কিন্তু একসাথে এতগুলো প্রশ্ন দেখে কেউ যদি বিরক্ত হন সেই ভয়ে বাকি গুলো এখন দিলাম না। সেগুলো পরবর্তীতে দেয়ার ইচ্ছা আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।