আমাদের কথা খুঁজে নিন

   

লাইক- একটি ফেসবুক কাব্য

https://www.facebook.com/blogger.sadril ল্যাপটপ খুলে বসেছিলাম ফেসবুকে, পড়ে গিয়ে আহত, মাথা গেল ঠুকে। মাথা তো ঠুকবেই, ল্যাপটপ খুলে রেখে চালাচ্ছিলাম মোটরবাইক! উপরের চার লাইন আমার ফেসবুক স্ট্যাটাস। পড়ে থাকলে মারুন লাইক। ছবিতে দেখলে মনে হয় আছি বড্ড সুখে, সেই ছবি লোকে দেখে LOL মাখা মুখে! LOL তোমুখে আসবেই, গালে দেবদাস-দাড়ি নিয়ে চুলে ছিলো বেকহাম-স্পাইক! ছবিটি ফেসবুকে আমার প্রোফাইল পিক, মুখে LOL এনে দিয়েন লাইক। স্যাতস্যাতে সময়গুলোকে চ্যাটচ্যাটে কাটাই, এক-কিবোর্ডে অনেকজনকে একসাথে ঘাটাই। ঘাটানো তো যাবেই, জনে জনে এতজনকে ডাকতে অনলাইনে লাগে না মাইক! ফেসবুকে অনেককে নিয়ে তবুও আমি সিঙ্গেল, বোঝার লায়েক হলে মনে মনে করুন লাইক। (আমার এ ছড়াটি পূর্বে প্রকাশিত হয়েছে উন্মাদ পত্রিকার মে মাসের সংখ্যায়)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।