আমাদের কথা খুঁজে নিন

   

পাপ

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । "যখন নীরবে দূরে সমুদ্র সমাহিত*** গাংচিলের ঠোঁট পরতেই গর্জনে ঢেউয়ের উন্মাদনা পাপ পাপ পাপ**** সমুদ্র ভুলেছে- তার জন্মের সাথেই যে অনেক পাপ এর জন্ম! গাংচিল ঠোঁট সরিয়ে সমুদ্রে পাখা রাখল বলল আচ্ছা বলতো** কতো টুকু মায়া নিয়ে ডাকলে পাপ হয়**** আজ আমি সেই পাপ করবো যা তুমি আমায় শিখিয়েছ***** সমুদ্র এখন শান্ত কারন তার উত্তর জানা নেই***"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।