আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সিনেমা নিয়ে আমার কিছু কথা

আমিও একদিন মানুষের কথা বলবো, মানুষের পক্ষথেকে। আমার অনেক খারাপ লাগে, যখন আমি ফেসবুকে সাকিব খান কে পচানোর জন্যে কোন পোস্ট দেখি। বাংলা সিনেমা, হল আর এই শিল্পটা টিকে আছে কিছু মানুষের অবদানের উপর। তাদের মধ্যে একজন হচ্ছেন সাকিব খান। আমরা নিজেরা তো বাংলা সিনেমার জন্যে কিছু করিই না, এমন কি হলে পর্যন্ত যাইনা একটা সিনেমা দেখতে।

আবার বড় বড় কথা বলি, বাংলা সিনেমা নাকি ভালো না। আরে, যতদিন আমরা সবাই কিছু না কিছু অবদান না রাখবো ততদিন কিভাবে আশা করবো যে বাংলা সিনেমা ভালো হবে। আপনি কি সিনেমা দেখতে হলে যান? তাহলে কিভাবে আশা করেন যে আপনার জন্যে সিনেমা বানানো হবে? সাকিব খান আর তার মত কিছু লোক আছে বলেই আজো কিছু মানুষ হলে যায় সিনেমা দেখতে। আজও আমরা বলতে পারি, আমারদের একটা সিনেমা শিল্প আছে। না হলে তো অনেক আগেই এই শিল্পটা বাংলাদেশ থেকে উঠে যেত।

আর আমরা যে বাংলা সিনেমা কে গালি দেই, এই সিনেমা কি আমাদের না? গালিটা কি আমরা আমাদেরই দিচ্ছি না? আমি জানি আমার এই কথা হয়তো অনেক মানুষের কাছে পৌছাবে না। আমি অনেক মানুষ কে বোঝাতেও পারবো না। কিন্তু আমার বন্ধুরা, যারা আমার এই পোস্টটা পড়ছো, তাদের প্রতি আমার অনুরোধ। দয়া করে বাংলা সিনেমা আর বাংলা সিনেমায় যারা কাজ করে, তাদের গালি দিবেন না। আজ আমরা বাংলা সিনেমা বিমুখ হয়েছি বলেই বাংলা সিনেমার এই অবস্থা।

এই অবস্থার জন্যে আমরাই দায়ী। * ভুল কিছু বলে থাকলে দুঃখিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.