আমাদের কথা খুঁজে নিন

   

১৬ তরুন গবেষক ঃ শুভ কামনা দেশবাসীর

মানুষ হিসেবে মাথা উচুঁ করে থাকতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. খন্দকার সিদ্দিক-ই-রব্বানী এর নেতৃত্বে --- জাহাঙ্গীর আলম সাদাত হাসান এম এ কবির আবদুল্লাহ আল আমিন ওবায়দুর রহমান আহমেদ রায়হান এ কে বদিউজ্জামান এহাসান আলম রাখী জেবিন ইমতিয়াজ খান জিহাদ তরফদার শারমিন জামান পারভেজ আহমেদ শাহনাজ পারভীন কামরুল ইসলাম আবু ইউসুফ এই ১৬ তরুন গবেষক সম্মিলিতভাবে উদ্ভাবন করেন অল্পমূল্যে সহজলব্য টেলিমেডিসিন বিষয়ক ১০টি মূল্যবান যন্ত্র। ১। ডিজিটাল কলকোস্কোপ ঃ কি ম্পউটারের সাহায্যে জরায়ু মুখের ক্যান্সার নির্ণয়যন্ত্র অপটিক্যাল কলকোস্কোপ। ২।

তিন লিড নন-ডায়াগনস্টিক ইসিজি ঃ তিন লিড ইসিজি ইউএসবি দিয়ে সংযুক্ত করে কম্পিউটারে ইসিজি দেখার যন্ত্র। ৩। টেলি মেডিসিন ঃ গ্রামের সুবিধাবঞ্চিত রোগীদের সঙ্গে শহরের বিশেষজ্ঞ চিকিৎসদের যোগাযোগের প্রযুক্তি টেলি-মেডিসিন। ৪। ডিজিটাল স্টেথোস্কোপ ঃ কম্পিউটারে রেকর্ড করার পাশাপাশি হৃৎপিন্ড ও শ্বাস-প্রশ্বাসের গতি পরিমাপের জন্য ব্যবহার করা হয় স্টেথোস্কোপ।

৫। ডিজিটাল এক্স-রে ভিউবক্স ঃ সংযুক্ত ক্যামেরার মাধ্যমে এক্স-রে রিপোর্টের ছবি তুলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানোর যন্ত্র এটি। ৬। ১২ লিড বিশিষ্ট ইসিজিঃ এই ইসিজি থেকে তথ্য দেখা যাবে কম্পিউটারে নিয়েও। ৭।

পানি বিশুদ্ধকরণ যন্ত্র ঃ পানির সূর্যকিরণ ব্যাবহার করে পানিকে ৬০ ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করে শতভাগ জীবাণুমুক্ত/আর্সেনিকমুক্ত করার যন্ত্র এটি। ৮। মাসল অ্যান্ড নার্ভ স্টিমুলেটর ঃ আঘাত পেয়ে যাদের কোনো অঙ্গ আংশিক বা পুরোপুরি অকেজো হয়ে গেছে, সেই ¯œায়ুতন্ত্রকে পরিমিত ইলেকট্রিক শক দেয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে সচল কওে তোলার যন্ত্র এটি। ৯। অ্যান্টি-সোয়েট ঃ যাদের অতিরিক্ত হাত-পা ঘামে, তাদের হাতে বা পায়ে কার্যকর পরিমান বিদ্যৎ প্রবাহিত করানোর যন্ত্র এটি।

১০। ডিজিটাল মাইক্রোস্কোপ ঃ সংযুক্ত ক্যামেরা ছবি তুলে স্বয়ংক্রিয়ভাবে রিপোর্টের তথ্য পাওয়া যাবে ডিজিটাল মাইক্রোস্কোপে। উন্নয়নশীল এই দেশে টেলিমেডিসিন সংক্রান্ত এসব যন্ত্রপাতি সহজলভ্য এবং কমমূল্যে প্রাপ্তি গরীব ও মধ্যবিত্ত রোগীদের জন্য কিছুটা হলেও সস্তি ও সাশ্রয়ী হবে। সারা দেশবাসী তোমাদের এ আবিস্কারে প্রফুল্লচিত্তে তৃপ্তিসহকারে তোমাদের শুভ কামনা ও আশির্বাদ করছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।