আমাদের কথা খুঁজে নিন

   

কথা'রা কেবলি কবিতা হতে চায় !

( আর এক প্রিয় কবি ! কেন যে এরা অসময়ে হারিয়ে যান ! পড়ে থাকি আমরা ! যাদের তুলনা করা হয় কাকের সাথে ! অনেক শ্রদ্ধা কবি ! অনেক ভালোবাসা !) কবিতা বিষয়টি বড়ই অদ্ভুত ! আমাকে গভীরে ভেতর টেনে নিতে তার জুড়ি নেই সম্মোহিত আমি আনমনেই লেখার বাড়িতে কড়া নাড়ি ইচ্ছে বা অনিচ্ছেয় কবিতা দরজা খোলে কুশল বিনিময় শেষে বাসি চানাচুর আর সর- ভাসা মিষ্টি চা দেয়ালে বাঁকা হয়ে থাকা পুরনো ক্যালেন্ডারে লেগে থাকা মাকড়সা মনোযোগ কাড়তেই একটা শিশু কেঁদে উঠলো কোথাও টিমটিমে আলোয় শিকারি সরীসৃপ আমাকে দাঁড় করিয়ে দেয় বর্তমানে টিকটিক !টিকটিক ! আমি সময়ের বৃত্ত থেকে বের হতে হতে কবিতা খুঁজি এই যে শুনছেন ? (সম্বোধন অনিবার্য কারণ বশত পরিবর্তিত) ! রুগ্ন শিশুকে অভুক্ত রেখেই আঁচল টেনে সামনে দাঁড়ায় নতুন সে আমি জরাজীর্ণ সেই শরীরে খুঁজতে থাকি সুচিত্রা সেন কিম্বা অড্রে হেপবার্ন তার অস্থির চোখে ভাসে তার সংসার যেখানে হয়তো একটু বাদেই ফিরে আসবে কাঁচা বাজার হাতে শিশুটির বাবা এবার আমাকে ফিরতে হয় ল্যান্ড ক্রুজার সেই গলির ওমাথায় বেশ খানিকটা পথ হাঁটতে হবে ভেবে ভ্রূ কুঁচকাই আমি ভুলে যাই খানিক আগেই ওপথে উড়ে এসেছি আমি কিছু গুরুত্বপূর্ণ ভাবনায় অসহিষ্ণু আমি গাড়িটায় বস্তির বাচ্চাগুলো কাদা লাগায় নি তো ! যতসব আনকালচারড পিউপুল !!! শিট !  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।