আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোনের বাজারদর আপডেটঃ জুন (পর্ব৫: ওয়ালটন এন্ড্রয়েড)

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   ওয়ালটনের প্রায়ই নতুন নতুন মডেল বের হওয়ায় এর বাজারমুল্য তেমন একটা স্থিতিশীল হচ্ছে না। তারপরেও বাজারে ওয়ালটন এর বিক্রি এবং চাহিদা ভালোই।

তবে বেশি বাজেটের ফোনগুলোর যতটা প্রশংসা শোনা যাচ্ছে, ততটাই সমালোচনার মুখোমুখি হচ্ছে স্বল্পদামের সেটগুলো। আসুন দেখে নেই এই মুহূর্তের ওয়ালটন এন্ড্রয়েড মোবাইল সিরিজ প্রিমো এর দামদরঃ ওয়ালটন প্রিমো সি১-৪,৯৯০টাকা ওয়ালটন প্রিমো ডি১-৬,৪৯০টাকা ওয়ালটন প্রিমো-৭,৪৯০টাকা ওয়ালটন প্রিমো এফ১- ৮,৯৯০টাকা ওয়ালটন প্রিমো জি১- ১১,৪৯০টাকা ওয়ালটন প্রিমো আর১- ১১,৯৯০টাকা ওয়ালটন প্রিমো জি৩- ১১,৯৯০টাকা ওয়ালটন প্রিমো জি২-১২,৫৯০টাকা ওয়ালটন প্রিমো এইচ১-১৩,৯৯০টাকা ওয়ালটন প্রিমো এইচ২- ১৪,৯৯০টাকা ওয়ালটন প্রিমো এন১-১৫৬৪০টাকা ওয়ালটন প্রিমো এক্স১- ১৮,৬৯০টাকা এ ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে। এবং এই পোস্টটির ব্যাপারে ভালো লাগা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.