আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় শক্তি

রাজনীতির গুণগত পরিবর্তন যারা চান না তারাই বর্তমানে তৃতীয় শক্তির কথা বলছেন। তৃতীয় শক্তি কারা গড়বেন?? যারা দুই জোটের শক্তিতে আছেন তারাই, তাই না? সুতরাং নতুন ব্যাক্তির সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। ব্যাক্তির নিজের পরিবর্তন না হলো কোন শক্তিতেই কাজ হবে না। যদি সবাই নিজ নিজ কাজ ঠিক ভাবে পালন করেন তাহলে তৃতীয় শক্তির চিন্তা করা লাগবে না। লক্ষ করলে দেখা যাবে বি এন পি -জামায়াতের থেকে Awamileag তৃতীয় শক্তির কথা বেশী বলছে।

এর কারণ তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা আর জিত তো পারবে না। তাই তৃতীয় শক্তির চিন্তা তারা মানুষের মাথায় ঢুকিয়ে দিচ্ছে। যাতে অন্তত বি এণ পি ক্ষমতাই না এসে ওই শক্তি ক্ষমতাই আসলে মানুষের মধ্যে কোন বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি না হয়। বারবার একটা কথা বলতে থাকলে সেটা সত্য বা মিথ্যা যায় হোক, মানুষ বিশ্বাস করে। তৃতীয় শক্তির কথা এ জন্যই বলা হচ্ছে।

আর যারা পরিবর্তনের কথা বলছেন তাদের কে বলবো পরিবর্তন আমিও চাই। কিন্তু সেটার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। রোগ হলে রুগীকে নয়, রোগ ক ধ্বংস করতে হবে। ঠিক তেমন যে শক্তি আমাদের আছে সেই শক্তি ধ্বংস করে না, শক্তির সুষ্ঠু পরিচর্যা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।