আমাদের কথা খুঁজে নিন

   

সেরা দশ নেইল পলিশ - নখের ফ্যাশন

আমি ভালোবাসি ঘৃণা করতে আর আমি ঘৃণা করি ভালোবাসতে । সাজগোজের পাঠকদের জন্যে মোটামুটি সাশ্রয়ী ১০ টি ব্যাপক জনপ্রিয় নেইল পলিশের তালিকা দেওয়া হলো। স্বাভাবিক ভাবেই অনেকের ব্যাক্তিগত পছন্দের সাথে হয়তো মিলবেনা। দশঃ ওয়েট এ্যন্ড ওয়াইন্ড এর রক সলিড নয়ঃ এভোন এর নেইল ওয়ার প্রো আটঃ মেবেলিনের এক্সপ্রেস ফিনিস সাতঃ রেভলন নেইল এনামেল ছয়ঃ কভার গার্লের বাউন্ডলেস কালার পাঁচঃ লিপম্যান কালেকশন চারঃ ইজি নেইল পলিশ তিনঃ রিমেল লল্ডনের ৬০ সেকেন্ডস ভিনাইল স্টারস দুইঃ ওপি নেইল ল্যাকুইয়ার একঃ চায়না গ্লেজ নখের ফ্যাশন আজকাল ফ্যাশন করে অনেকেই বেশ বড় নখ রাখেন, সে ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা উচিত যে সেটা আপনার লাইফ স্টাইলের সঙ্গে যায় কিনা। দীর্ঘবছর ধরেই নারীরা নখকে সাজিয়ে তুলতে ব্যবহার করছে নানা উপকরণে।

এর মধ্যে আলতা, মেহেদী, নানা রঙের নেইল পলিশ ইত্যাদি ছাড়াও রয়েছে স্টোন, গি্লটার, নকল নখের ব্যবহার। চট-জলদি নখ সাজাতে নেইল পলিশের জুড়ি নেই। পোশাকের রঙের সাথে মেলাতে কিংবা পছন্দসই রঙের নেইল পলিশ আপনার নখকে করে তুলবে চকচকে ও আকর্ষণীয়। নেইল পলিশ লাগানোর সময় প্রয়োজনীয় কিছু জিনিস যেমন কটনবল, রিমুভার, টাওয়েল, নিউজ পেপার ও কিয়ার নেইল পলিশ আগেই হাতের কাছে রাখুন। নেইল পলিশ এমন জায়গায় বসে লাগান যেখানে পর্যাপ্ত আলো-বাতাস আছে।

কালার নেইল পলিশ লাগানোর আগে এক কোড কিয়ার নেইল পলিশ লাগান। এবার কিয়ার পলিশ শুকিয়ে গেলে আপনার পছন্দের কালারটি লাগান। তা শুকিয়ে গেলে এর ওপর আবার একবার কিয়ার নেইল পলিশ লাগান এবং শুকিয়ে নিন। জমকালো অনুষ্ঠানে নখের সাজে ভিন্নতা আনতে নখে গি্লটার ব্যবহার করতে পারেন। নেইল জেল কিংবা গাম দিয়ে নখের ওপর গি্লটার লাগিয়ে তার ওপর ঘন করে নেইল পলিশ লাগান।

আবার গি্লটারযুক্ত নেইল পলিশও লাগাতে পারেন। যারা কাজের জন্য বড় নখ রাখতে পারেন না কিংবা স্বাস্থ্যের কথা চিন্তা করে ছোট নখ রাখেন তারা ফ্যাশনের জন্য প্রয়োজনে ফেইক নেইল কিংবা নকল নখ লাগাতে পারেন। এগুলো সাধারণত ফ্রি শেপের এবং সাদা হয়। সেক্ষেত্রে আপনার আঙুলের সঙ্গে মিলিয়ে তা কেটে ফাইল করে নিন তারপর নেইল গাম দিয়ে নখে লাগান। পরে পছন্দসই নেইল পলিশ লাগাতে পারেন।

নখের যত্নে কিছু নিয়ম মানা জরুরি সেই সাথে করতে হবে নিয়মিত মেনিকিউর এবং পেডিকিউর। নেইল পলিশ লাগানোর আগে ভালো করে পুরনো নেইল পলিশ তুলে ফেলতে হবে এবং অবশ্যই নেইল রিমুভার তুলোতে ভিজিয়ে পরিষ্কার করতে হবে। নখ সুস্থ ও সুন্দর রাখার ক্ষেত্রে কিছুদিন পর পর ম্যানিকিউর প্যাডিকিউর করা জরুরি। নেইল পলিশ ব্যবহার করার সময় তা ঢেকে রেখে ব্যবহার করুন। ঢাকনা খোলা রাখলে নেইল পলিশ শুকিয়ে যাবে।

নেইল পলিশ শুকিয়ে গেলে তার মধ্যে গি্লসারিন অথবা রিমুভার ঢেলে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। দেখবেন আবার আগের মতো ব্যবহার করতে পারছেন। নেইল পলিশ বেশি ঘন করে না লাগানোই ভালো। নখে পেইন্ট বা অন্য কিছু লাগানোর পর খুব পাতলা করে নেইল পলিশ লাগাবেন। নেইল পলিশ লাগানোর আগে তা কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন।

নেইল পলিশ, স্টোন, গি্লটারের উজ্জ্বলতা বাড়াতে পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। প্রতিবার নেইল পলিশ লাগানোর পর তা সতর্কতার সাথে শুকিয়ে নিন। নখের স্বাভাবিকতা ধরে রেখে অর্থাৎ প্রাকৃতিক রঙটাকে একটু উজ্জ্বল করাই হলো ফেঞ্চ ম্যানিকিউর। এক্ষেত্রে নখের সামনের দিকে সাদা বা অন্য কোনো কালার লাগানো হয়, নখের নিয়মিত যত্নে ফ্রেঞ্চ ম্যানিকিউর বেশ জনপ্রিয়। নেইল রিমুভর দিয়ে খুব সহজেই নেইল পলিশ তোলা যায় ফলে অন্য কিছু দিয়ে ঘষাঘষির হাত থেকে নখ থাকে সুরক্ষিত।

তুলা বা টিস্যুতে রিমুভার লাগিয়ে তা নখে হালকা চাপ দিয়ে তুলুন। রিমুভার শিশুদের নাগালের বাইরে রাখুন। রিমুভার লাগানো শেষ হলে হাত ভালোভাবে ধুয়ে ফেলুন। দাঁত দিয়ে নখ কাটবেন না। নেইল কাটার ব্যবহার করুন।

আর প্রতিবার নখ কাটার পর নখ ফাইল করতে ভুলবেন না। সবসময় নেইল পলিশ লাগাবেন না। তাতে নখের উজ্জ্বলতা স্পষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভেজা হাতে গ্লাভস পরবেন না। এতে নখের ক্ষতি হয়।

সস্তা নেইল পলিশ এড়িয়ে চলুন। প্রতিবার খাওয়ার শেষে নখের কোথাও লেগে থাকা খাবার ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। ঘুমানোর আগে এবং গোসলের পর হাত, পায়ে ভ্যাসলিন লাগালে উপকার পাওয়া যাবে। পছন্দের নেইল পলিশ সাজের একটি বিশেষ অনুসঙ্গ নেইল পলিশ। বাজারে হাজার রঙএর নেইল পলিশ রয়েছে।

তবে এতো রঙ থেকে নিজের পছন্দেরটি অনেক সময় খুঁজে পাওয়া যায়না। আবার শুধুমাত্র দুই একবার ব্যবহারের জন্য অনেকগুলো টাকা দিয়ে নেইল পলিশ কিনতে ইচ্ছে করে না। তাহলে সমাধান? এক কাজ করলে কেমন হয়, নিজেই তৈরি করে নিন পছন্দের নেইল পলিশ। অবাক হচ্ছেন? সৃষ্টিশীলতা আর ইচ্ছা থাকলে খুব সহজেই তৈরি করতে পারেন। একবার চেষ্টা করেই দেখুন না।

নেইল পলিশ তৈরিতে আপনার প্রয়োজন হবেঃ নেইল পলিশের বোতল কাগজের খাম স্বচ্ছ নেইল পলিশ আধা চা চামচ পছন্দের রঙএর আইস্যাডো সামান্য গ্লিটার যেভাবে বানাবেনঃ খামের একটি কোণে ছোট ছিদ্র করে নেইল পেলিশের বোতলের মুখে রেখে গ্লিটার এবং আইস্যাডো ঢালুন। এবার একটি ছোট কাঠি দিয়ে ভালোভাবে মেশান। এইতো তৈরি হয়ে গেল আপনার পছন্দের নেইল পলিশ। এখন থেকে নিজের তৈরি নেইল পলিশেই নখ রাঙিয়ে নিন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।