আমাদের কথা খুঁজে নিন

   

= উলটো =

এমন কালে আমরা করি বসবাস- শিয়াল ভয়ে পালায় দেখে পাতিহাঁস ব্যাঙ দেখলেই সাপের বাজে বারটা সওয়ারীর পিঠে চরে তার ঘোরাটা হরিণের থাবায় বাঘের গাল যায় ছাগলে ভাত খায় মানুষ পাতা চায় ডুবে যায় যে মরুভূমি পানির তলে মেঘের উপর পাল তোলা নৌকা চলে গাছে বাসা বাঁধে ভাই শতশত মাছ পাখিরা খুঁজে নেয় নদীর তলে গাছ মেয়ে সাজে- ছেলে; ছেলে দেখে নেই চুপ রূপ নাই যার সেও সাজে নানা রূপ নিজ বাসে পিক কভু পারে কি ডিম পারবে কী ডিম মানুষ নামের টীম !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।