আমাদের কথা খুঁজে নিন

   

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

মৃত্যুর ঘটনায় হাসপাতালের পরিচালকমহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার হাজী মহসিন রোডে রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদা আক্তার লিপা (১৮)।
ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা এলাকার সকদিরামপুরের লোকমান পাটওয়ারীর মেয়ে লিপা আল আমিন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন এবার।
পরিবারের অভিযোগ, লিপা শ্বাসকষ্টে ভুগছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

এরপর একটি ইঞ্জেকশন দেয়ার কিছুক্ষণ পরই তারই মৃত্যু হয়।
পুলিশ জানায়, হাসপাতালের পরিচালক বিএম হারুনুর রশিদ (৫২), রিপিসশনিস্ট মো. মাইনুদ্দিন (৩২), ওটি বয় লিটন ত্রিপুরা ওরফে ওমর ফারুককে (৩০) আটক করা হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, সকালে রয়েল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান বাপ্পী অসুস্থ লিপাকে একটি ইঞ্জেকশন দেন। এর কিছুক্ষণ পরই লিপার মৃত্যু হয়।
এরপরই ডা. বাপ্পী হাসপাতাল থেকে পালিয়ে যান।


আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও ওসি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।