আমাদের কথা খুঁজে নিন

   

আন্দোলনের মুখে বুয়েটে ছুটি এক মাস আগেই

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত শিক্ষকদের লাগাতার আন্দোলনের মুখে কার্যত বন্ধ হয়ে গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। কর্তৃপক্ষ অবশ্য বলছে, এটা রোজা ও ঈদের ছুটি। উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের আন্দোলনের মধ্যে মঙ্গলবার আগামী ১১ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত রেজা ও ঈদের ছুটি ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, এই ছুটি শুরু হওয়ার কথা ছিল ১১ অগাস্ট। অর্থাৎ এর এক মাস আগেই ছুটি দেওয়া হয়েছে। আকস্মিক এই ছুটির কারণ জানাতে চাইলে উপাচার্য এস এম নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোজা ও ঈদের ছুটি এগিয়ে আনা হয়েছে। ” কেন এগিয়ে আনা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “আসলে শিক্ষকদের কর্মবিরতির কারণে এমনিতেই ক্লাস হচ্ছিল না। উপরন্তু শিক্ষকরা তাদের আন্দোলনে শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করতে নানাভাবে চেষ্টা করছেন।

তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ” ছুটি ঘোষণার পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছেন শিক্ষকরা। আগামী ১৪ এপ্রিল থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণাও তাদের ছিল। তার আগেই ছুটি ঘোষণা করল কর্তৃপক্ষ।

উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বুয়েটের শিক্ষক সমিতি গত ৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কর্মবিরতি পালন করে। প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবি বিবেচনা করবেন বলে আশ্বাস দিলে শিক্ষক সমিতি তাদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত করে। তবে দাবি পূরণ না হওয়ায় গত ৭ জুলাই থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা কর্মবিরতি পালন করছে শিক্ষক সমিতি। মঙ্গলবার দুপুরেই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছে বুয়েট শিক্ষক সমিতি ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে। সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, “বুয়েট নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, এটা ঠিক নয়।

” সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে তিনি বলেন, “দয়া করে বুয়েটের অস্তিত্ব রক্ষায় উপাচার্য ও উপ-উপাচার্যকে সরিয়ে দিন। ” মুজিবুর আরো বলেন, “বুয়েটে যদি কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে তাহলে তারা (উপাচার্য ও উপ-উপাচার্য) তাদের নিজেদের স্বার্থেই করেছেন। তাই বুয়েটের সৃষ্ট সমস্যা সমাধানের জন্য তাদের পদত্যাগ করতে হবে। ”  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.