আমাদের কথা খুঁজে নিন

   

…….., প্রিয়তমা !

অবশেষে তোমার কাছেই ফিরে আসে সকল প্রসাদ। এক সময় রূপ-যৌবন হয়ে যায় শুকনো ফুলের গন্ধের মত বাসি। স্তন আর গর্ভের কসম দিয়েও সন্তানকে ফেরাতে পারেনা মা। শুধু থেকে যায় একজন, যে ভালোবাসে। তবু তুমি বা তারও আগে যে, তোমাদের প্রেমের গন্ধ গায়ে লেগে থাকে ঘামের গন্ধের মত চিরতরে। চব্বিশ ঘন্টা, চব্বিশ ঘন্টা কি অনেক সময়? সে সময়ে কি শেষ হয়ে যাবে পুনরুত্থানের পর প্রভুর বিচার? সুখ-স্বপ্নের পর ঘুম ভেঙ্গে কেনো দেখি, শুধু চন্দ্রিমার আলো জানালার গরাদের মত কারাগার গড়ে শূন্য বিছানায়? জুন, ২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।