আমাদের কথা খুঁজে নিন

   

সেই শৈশব

শরত এর নীল ঝকঝকে আকাশ । কাশবনে ছেয়ে একাকার নদীর পাড়। দুরন্ত, দুষ্ট ও স্নিগ্ধ বালিকারা মেতে উঠেছে কাশ ফুল তুলতে । এ ছবি যেন আমাদের শৈশবের মধুর মুহূর্তগুলি মানস পটে জাগিয়ে তোলে । যে জীবনে ছিল না কোন দুশ্চিন্তা , হাহাকার আর না পাওয়ার বেদনা ।

সকাল থেকে সন্ধ্যা অবধি ছিল শুধুই ছুটোছুটি। কখনও বা নদীর পাড়ে কাশ ফুল তুলতে , কখনও বা পুকুরে সাঁতার কাটতে , কখনও বা বটগাছের লতা বেয়ে পুকুরে ঝাঁপ দেওয়া , কখনওবা পাখির পিছনে ছুটোছুটি। শুধুই ছুটোছুটি। ইশ ফিরে পেতাম যদি সেই শৈশব। হে ঈশ্বর তুমি ফিরিয়ে দাও আমার সেই শৈশব।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।