আমাদের কথা খুঁজে নিন

   

SAY NO TO“PADMA Stupidity”।“পদ্মা সেতুর” প্রয়োজনীয়তা আমাদের গোটা দেশের চেয়ে বেশী নয় । “পদ্মা সেতুকে” হতে যাচ্ছে আরেক “কুইক রেন্টাল”

খুব সাধারনভাবেই পদ্মা সেতু আমাদের প্রয়োজন। সরকারের নির্বাচনী অঙ্গিকারগুলুর মধ্যে এটি একটি । ওই অঞ্চলের মানুষের জন্য এটি একটি সপ্ন । কিন্তু স্বপ্নটি বাস্তবে এখন দেশবাসীর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এক এমন সপ্ন যা বর্জন করাই এখন বুদ্ধিমানের কাজ বলে মনে হচ্ছে।

পদ্মা সেতুর নাটক এর ব্যাপারে যা হয়েছে সেটা আর নতুন করে লিখে আপনাদের সময় নষ্ট করব না । কথা হল ওয়ার্ল্ড ব্যাংক পরবর্তী যে সব নতুন চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘুর পাক খাচ্ছে তা আমাদের দেশের সার্বিক অবস্থার সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ বলে আমি মনে করছি না । দেশের সার্বিক অবস্থার কথা চিন্তা করতে এক পদ্মা সেতু দিয়ে আমাদের দেশ চলবে না । না বুঝে যদি আমরা আমাদের রিজার্ভ কারেন্সি দিয়ে সেতু করি তাহলে ফরেন রেভিডেন্স কমে যাবে যা আমাদের গোটা অর্থনীতির উপরে প্রভাব ফেলবে। বাংলাদেশের মানুষ সাড়া জীবনই বিতদুতের অভাবে কাটিয়েছে সুতরাং এই জিনিস কোন নতুন বিষয় নয় , কিন্তু এই জন্য আমাদের কর্তা ব্যাক্তিরা যেভাবে বলছেন যে আমাদের ওই মুহূর্তেই এই পদক্ষেপ নিতে হত না হলে আজ অন্ধকারে থাকতে হত , প্রশ্ন হল আজ কি আপনারদের কারও বাসায় বিতদুত থাকে ১২ ঘন্তার বেশী ? উত্তর হল না ।

কিন্তু তার জন্য জন্য প্রতি দিন একশ কোটি টাকার যেই ঋণের ভার উথালেন তার কি হবে ? যাই হোক এখন কথা হল ওই রকম ভুল যাতে এবার আমরা না করি । আমাদের প্রয়োজন যেন আমাদের কাল না হয়ে না উঠে । আমারা খুদ্র স্বার্থের জন্য বৃহৎ স্বার্থ জলাঞ্জলি দিতে পারিনা । কুইকরেন্টালের মত কুইক সিদ্ধান্ত আমাদের নেয়া উচিৎ হবে না । আমাদের পদক্ষেপ যাই হোক না কেন মনে রাখতে হবে ওইরকম আরেকটা কুইক রেন্টাল এর মত ধাক্কা আমাদের বহন করার ক্ষমতা আছে কিনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।