আমাদের কথা খুঁজে নিন

   

PHP & MySQL সম্পর্কে সাহায্য চাই !!!

somewhereinblog এর সকল ভাইদের প্রথমেই সালাম জানাই, আসসালামু-আলাইকুম। আমার অনেকদিন ধরেই ইচ্ছা য়ে একখান ওয়েরসাইট নিজে বানাব। সেই মোতাবেক ওয়েবসাইট ডিজাইন শিখতে লাগলাম এবং HTML, CSS, PSD to HTML(Template conversion) শিখলাম। এখন মোটামুটি ভালই ডিজাইন করি। নিজের মুখে কেমন করে নিজের প্রসংসা করি !!!! তো এখন বসে বসে কি আর করার PHP & MySQL নিয়ে পড়ে আছি।

কিন্তু কিভাবে এগোবো বুঝতে পারছি না। মোটামুটি আমার basic concept clear আছে। আমি এখন কিভাবে এগোলে আমি Advanced level এ যেতে পারব, এবং professional level এর কাজগুলো করতে পারব ???? শিক্ষিত সমাজের কাছে আমার এই আকুল আবেদন যে, কিভাবে step by step আমার এগোনো উচিত? জানিয়ে আমাকে বাধিত করবেন। তবে আমাকে Training center এর কথা বলবেন না, কারণ সেখানে তো আমাকে basic-ই সেখাবে। আশা করি আমাকে কিছু উপদেশ দিবেন।

আর যদি কোন কাজ করার লোকের দরকার হয়, মানে যদি website design এর কাজ থাকে তবে এই অধমরে একটু স্মরণ করবেন আশা করি। mail: তো শেষ করছি, ধন্যবাদান্তে আমি এবং আমরা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।