আমাদের কথা খুঁজে নিন

   

... বৃষ্টি ... আহা বাদলা দিনের মেঘলা কাব্য ... আর আমি ...

হয়তো তুমি আমার নও তোমারও নই আমি, হয়তো কিছু ভালো লাগা ভালোবাসার চেয়ে দামি সিলেট এ আজ সারা দিন সেই রকম সুন্দর আবহাওয়া ছিল ... অদ্ভুত সুন্দর মেঘলা মেঘলা আকাশ ......সিলেট এমনিতে বর্ষার জন্য বিখ্যাত ও ... তবে সেই সময়টা এখন শুরু হল বলে ... বৃষ্টি ভীষণ প্রিয় ... তাই তাকে নিয়ে বিলাসিতা আমার ... ... আকাশে আজ ছড়িয়ে দিলাম ... প্রিয় ... ফোটায় ফোটায় মিষ্টি সুখ ... আজি ঝরোঝরো মুখরও বাদল দিনে ... জানি নে ... জানি নে ... কিছুতে কেনও যে মনো মানে না ... সবুজে সবুজে প্রানের ছোঁয়া ... দুরন্ত আমি তোকে ছুঁয়ে হই শান্ত কিশোর গাছে প্রানের ছোঁয়া আদ্য প্রান্ত শহরের গলিতে, গাঁয়ের বাঁকে গড়ছে কাব্য , আঁকিয়ে আঁকে বৈশাখী ঝড়ের মাতাল হাওয়ায় ভুলে যাই আমি ক্লান্ত ! দুরন্ত আমি ,তোকে ছুঁয়ে হই শান্ত ! এমন দিনে তারে বলা যায় ... এমন ঘনঘোর বরষায় ... তোকে ছুয়েছি বলেই দুলছে জগত ভিজছি আমি... ভিজছে মনের জগত ! একটা পথিক একটা একলা বনে একলা হাঁটে , একলা সে জন ভিজছে কাহার সনে ??? চলো ভিজি ...... টিনের চালায় ... রুম ঝুম ঝুম পায়েল বাজে বাদলা দিনে গাঁয়ের বধু কেমন সাজে ! ঘুম ভাংলে চোখ খুলে যদি এমন সুন্দর কিছু দেখতে পাই ... সারা দিন তখন কেমন সুন্দর অনুভূতিতে কাটে ? ছোটবেলায় আম্মু প্রায়েই একটা ছড়া বলত বেশ মজার , কিছু লাইন এখন মনে আছে শুধু বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্ন্যে দান এক কন্ন্যে রাধেন বাড়েন এক কন্ন্যে খান এক কন্ন্যে গোস্বা করে বাপের বাড়ী যান ___রাজকন্যা____ (ছবিঃ গুগল , মনসুন ইন মাই লেন্স )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।