আমাদের কথা খুঁজে নিন

   

শৈশব-১

শৈশব নিয়ে লেখার অনেক ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে লেখা হয়ে ওঠে না। ছোট বেলায় বই এর খুব পোকা ছিলাম। এখনও আছি কিন্তু সময়ের কারণে পড়া হয় না। খুব ছোট বেলায় যখন ক্লাস ২ এ ছিলাম তখন থেকে আব্বা সবসময় বই পড়ার উৎসাহ দিত। রূপকথার বই কিনে দিত।

কত যে রুপকথার বই ছিল। । কিছু কিছু এখনো আছে। মনে পরে পঠ্য বইয়ের ভেতরে লুকিয়ে গল্পের বই পড়ার কথা। আর একটু বড় হয়ে কমিকস পড়া শুরু করি।

আম্মার মার খাবার ভয়ে খাটের নিচে লুকিয়ে বই পড়তাম। তারপর হটাত এক দিন পেয়ে যাই একটা তিন োয়েন্দার বই। তখন থেকে কিশোর, মুসা আর রবিন কে সাথি করে নিয়েছি। কত না ঘটনার সঙ্গি হয়েছি তাদের সাথে। বই পড়ার নেশা থেকে শুরু হল বই সংগ্রহের নেশা।

নতুন বই কিনেই সেটা তে ঝটপট নাম লিখে ফেলতাম জাতে কেও না নিতে পারে। এখনও যখন কেও বই চায় খুব কষ্ট লাগে দিতে। ধীরে ধীরে উপন্যাস পড়া শুরু করলাম। মনে পরে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ এর বাচ্চা দের বই একি কণ্ড, বোতল ভুত, পিপ্লি বেগম,কলাবতি রানি আরও কত কি। ।

তারপর পড়ে ফেললাম একে একে দূরবীন, সাতকাহন, গ্ভধারিণী, মানব জমিন, সেই সময় এর মত বই গুলো। আরেক টি বই পড়ে খুব ভাল লেগেছিল। । লা নুই বেঙ্গলি। ।

বহুদিন শেলফ এ দেখেছি কিন্তু পড়তাম না। একদিন ভাব্লাম কি এমন বই। পরে যখন পড়া শুরু করলাম তখন আর কোন দিকে েয়াল এ ছিল না। ছোট থেকেই বই পড়ার নেশাটা শুরু হল, আজ ও সেই নেশা তারা করে বেড়ায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।