আমাদের কথা খুঁজে নিন

   

বেসরকারী রাজাকারের ফাঁসি তো হইলো --এবার সরকারী রাজাকারের ফাঁসি হইবে তো..!!…..

I am waiting for someone and I know she will ever come. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ইতোমধ্যে সর্বমোট তিনজন বেসরকারী রাজাকারের বিচারের রায় ঘোষণা করিয়াছে। ইহাদের মধ্যে দুইজন ফাঁসির আদেশ এবং একজন যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পাইয়াছে। এতে আমরা সাধারণ জনগণ দুজনের জন্য খুশি ও আনন্দিত হইলেও একজনের জন্য বেখুশি হইয়া শাহবাগে আন্দোলন গড়িয়া তুলিয়াছি। সেই আন্দোলেনের প্রেক্ষিতে সম্ভবত সাঈদী রাজাকারের ফাঁসির আদেশ সম্ভবপর হইয়াছে। কিন্তু জাতির বিবেকের কাছে প্রশ্ন ।

বিশেষত ব্লগার ও অনলাইন একভিস্টদের কাছে প্রশ্ন যারা শাহবাগের আন্দোলনের মত একটা ঐতিহাসিক আন্দোলনে জন্ম দিতে পারিয়াছে । তাহারা কি শুধু বেসরকারী রাজাকারের ফাঁসির জন্য তৎপর থাকিবেন...? না’কি সরকারী রাজাকারের দিকেও একটু আঁখি মেলিয়া তাকাইবেন….? সরকারী রাজাকার বলিতে অনেকে বলিয়া থাকেন সায়মা পতুলের শ্বশুড় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়াই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কথা। আমাদের বিশ্বাস একটু তলপি তলপা খুঁজিয়া দেখিলে আরো বেশ কিছু সরকারী রাজকার খুঁজিয়া পাওয়া যাইবে। আমার কাছে একটা বেসরকারী রাজাকারের তালিকা রহিয়াছে। আপনাদের কাছে কি কোন সরকারী রাজাকারের তালিকা পাওয়া যাইবে….? তাহা হইলে আমি একটা পরিপূর্ণ রাজকারের তালিকা প্রস্তুত করিয়া জাতিকে কৃতার্থ করিতে পারিতাম।

জয় বাংলা….। জয় শাহাবাগ…..। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.