আমাদের কথা খুঁজে নিন

   

সাজেদা চৌধুরী বনখেকো ও সন্ত্রাসীদের লালনকারীঃ শ্রমমন্ত্রী .। সাজেদা চৌধুরী ফরিদপুরে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বলেছিলেন, নেত্রী শেখ হাসিনা রাজাকারের নাতির সাথে তার মেয়ে পুতুলকে বিয়ে দিয়েছেন।

সাজেদা চৌধুরী বনখেকো ও সন্ত্রাসীদের লালনকারীঃ শ্রমমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জাতীয় সংসদ উপনেতা সাজেদা চৌধুরী প্রসঙ্গে বলেছেন, যে মহিলা আমার দেবতাতুল্য পিতাকে গালি দিতে পারে, তাকে শ্রদ্ধা করা যায় না। তিনি আরো বলেন, তার (সাজেদা) ছেলেরা কী পরিমাণ ভালো, তা দেশের মানুষ জানে। তার ছেলের চুরির মামলা মাফ করাতে রাষ্ট্রপতিকে ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি শ্রমমন্ত্রীর পিতাকে সাজেদা চৌধুরী ‘রাজাকার’ বলার জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে ‘বনখেকো মন্ত্রী’ আখ্যায়িত করেন এবং তার বিরুদ্ধে সন্ত্রাসের লালন-পালনের অভিযোগ করে বলেন, আমার উন্নয়ন কর্মকাণ্ড ঠেকাতে সংসদ উপনেতা ও তার পুত্র আয়মন আকবর চৌধুরী ফরিদপুরকে সন্ত্রাসের গারদ বানানোর চেষ্টা করছে।

সংসদ উপনেতা ও তার পুত্রের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে শ্রমমন্ত্রী বলেন, এতে যদি কোনো অঘটন ঘটে যায়, তাহলে তার জন্য সংসদ উপনেতা ও তার ছেলে দায়ী থাকবেন। তিনি বলেন, বাংলাদেশের বন উজাড় করা মন্ত্রী সাজেদা চৌধুরী ও তার সন্ত্রাসী ছেলে আমার এলাকাকে অশান্ত করে জনগণের রক্ত চোষার কাজ করছে। তাদের উদ্দেশ্য শান্ত ফরিদপুরকে অশান্ত করা। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গত মাসে সংসদ উপনেতার সেমিনার প্রসঙ্গে শ্রমমন্ত্রী বলেন, সেমিনারের নাম করে তিনি সন্ত্রাসীদের ন্যক্কারজনক মহড়া দিয়ে গেলেন। আমি এ জাতীয় ঘটনা হতে দেবো না।

মন্ত্রী এ জাতীয় ঘটনা প্রতিহত করতে সবাই তার সাথে আছে কি না জানতে চাইলে উপস্থিত জনতা হাত উঁচু করে তাকে সমর্থন জানায়। মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারীর সভাপতিত্বে শ্রী অঙ্গন প্রান্তরে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক হেলালুদ্দিন আহমদ, পুলিশ সুপার আওলাদ আলী ফকির উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারী, পৌর চেয়ারম্যান শেখ মাহতাব আলী মেথু, অধ্যাপক ধীরেন্দ্রনাথ, অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, অ্যাডভোকেট শঙ্কর কুমার সাহা, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বাবু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ এইচ এম ফুয়াদ, রনজিত কুমার ভৌমিক প্রমুখ। উল্লেখ্য, সাজেদা চৌধুরী ফরিদপুরে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বলেছিলেন, নেত্রী শেখ হাসিনা রাজাকারের নাতির সাথে তার মেয়ে পুতুলকে বিয়ে দিয়েছেন পুরনো খবরের কাগজের এই খবরটা হঠাৎ আজ আমার চোখে পড়ল । বিনোদন পাইলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.