আমাদের কথা খুঁজে নিন

   

আরও কি কি ভাবে পদ্মা সেতুর জন্য টাকা আদায় করা যেতে পারে

যত সব উল্টা পাল্টা চিন্তা, ভাবনা, ধ্যান ধারনা ১। পাবলিক টয়লেট থেকে অতিরিক্ত আদায়- হাগলে ১ টাকা, মুতলে ৫০ পয়সা পদ্মা সেতুর জন্য ট্যাক্স ২। মসজিদ/মন্দির/গির্জাতে পদ্মা সেতুর জন্য আরও একটি দান বাক্স চালু করা ৩। বিভিন্ন পান বিড়ির দোকানে পদ্মা সেতুর জন্য দান বাক্স ঝুলিয়ে রাখা যেতে পারে ৪। ফকিরের ভিক্ষার উপর ট্যাক্স বসানো যেতে পারে - ১ কেজি চালে ১০০ গ্রাম পদ্মা সেতুর জন্য ট্যাক্স ৫। ব্লগারদের উপর ট্যাক্স বসানো যেতে পারে - নতূন ব্লগ লেখলেই ১০ টাকা পদ্মা সেতুর জন্য ট্যাক্স। ১৮+ লেখার জন্য ৩০০ টাকা, ব্লগ না লেখলে ৫০০ টাকা। ১০০ এর নিচে পঠিত হলে আরও ১০০ টাকা, ১০০ এর উপড়ে পঠিত হলে আরও ২০০ টাকা। আর মনে হইতেছেনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।