আমাদের কথা খুঁজে নিন

   

।। বুনো পালকের খোঁজ ।।

∞ দিনের শুরু রাতের শেষক্ষণে যাকে খুজে পাও আমি সেই সকাল ∞ আনন্দ আর অরু -অরু তুমি চলে যাবে? -হ্যাঁ -তুমি থাকবেনা আর আমার সাথে; এ বন্ধন ছিড়তে কষ্ট লাগছে না। -নাহ্ -অরু একটুও কষ্ট লাগছে না; এতো নিষ্ঠুর কেন তুমি; কাদাঁতে আমায় ভালো লাগে তোমার? -না ,তবে আমি মিথ্যে ভালবাসতে জানিনা ; বিশ্বাসহীন আবেগের তরীতে ভেসে জীবন কাটবে না আমার; আমি মিথ্যেকে কাছে টানতে জানিনা। -অরু হৃদয়ের শ্লেটে ভালবাসি লিখে; আজ মুছে ফেলতে কষ্ট লাগছে না। -না; আমি আর ভালবাসতে পারবনা; তুমি দুই হৃদয়ের বিশ্বাস স্তম্ভটা ভেঙ্গেছো; জোড়া দেবার ব্যার্থ চেষ্টা করোনো আর। -অরু; তবে কি ভেবো নেবো ,তুমি সত্যিই ভালবাসনি; নাকি অভিনয় করতে এসে ধরা পড়ে গেছো? নাকি একটু মায়া জন্মেছিলো চোখে, তাই বলেছিলে ভালবাসি; অথচ দেখো কতবার তোমাকে ভালবাসি বলে তোমার পিছু নিয়েছি; এক পলক দেখবো বলে সকাল থেকে ঠায় দাড়িয়ে ছিলেম তোমাদের সদর দরজায়; তখন তো তুমি ফিরেও তাকাতে না। অরু আজ বুঝতে পারছি কিছু কিছু ছেলেরা বড্ড বোকা হয়; ভালবাসার কাবাব খেতে গিয়ে কখনো কখনো মুখটাই পুরিয়ে ফেলে। -আনন্দ; মেয়েরা বুঝি বেশ চালাক হয় তাইনা; রুপের মোহে পড়ে তোমরা যখন ভালবাসা নামক একটা আয়না নিয়ে এসে সামনে দাড়াও ভিক্ষে চাও; তখন আমরা না দিয়ে পারিনা ; যখন নারীকে নাগিনি ভেবেও জড়াতে চাও; তখনও ঘৃণা করতে পারিনা; ভালবাসার কাবাব খেয়ে তোমাদের তো শুধু মুখটা পোড়ে , আর আমাদের হৃদপিন্ডটাও পোড়ে ছাই হয়ে যায়;দেখাতে পারিনা ! ভালবাসার আয়নাটা একবার নিজের দিকে ফিরিয়ে দেখো তো, নিজের চোখেই ভালবাসার বিশ্বাসটুকু তোমার ভেতর খুজে পাও, কি’না। -আনন্দ নিজের মনটাকে আকাশ ভেবে ভালবাসার ছোট্ট একটা ঘুড়ি চেয়েছিলে তুমি; আমি তাই ঘুড়ি হয়ে উড়েছিলাম তোমার মনের আকাশটায়, কিন্তু অবিশ্বাসের জোর বাতাসে হৃদয় নাটাই থেকে সুতো ছিড়ে গেছে এখন আর ঠেকাতে পারবেনা আমায় আমি দুরে কোথাও হারাবো। -অরু আমি বুনো পালকের খোজে নামেনি এ ধরায়; হৃদয়ের ছোট্ট খাজে তোমাকে রাখতে চেয়েছিলাম; কিন্তু যেখানে অবিশ্বাসের ঢেউ এ ভেঙ্গে যাচ্ছে হৃদয়ের কুল; সেখানে ভালবাসার বাঁধ দিয়ে কি আর হবে? যাও চলে; আর ফেরাবো না তোমায়। -আনন্দ যদি সত্যিই কখনো ভালবাসা চাও, বিশ্বাসের ঘন্টাটা গলায় বেঁধে নিও; ভূলে যাবার ফুরসত পাবেনা; নাড়া পড়তেই মনে হবে বারবার; কেননা বিশ্বাস ছাড়া ভালোবাসায় ভয় থাকে হারাবার.... (অসমাপ্ত :::: যা আর কখনো সমাপ্ত হবেনা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।