আমাদের কথা খুঁজে নিন

   

প্রতি ঘন্টায় ১০ নবজাতকের মৃত্যু !!!

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ বাংলাদেশে নবজাতকের মৃত্যু হার গত এক দশকে ৪% কমলেও এখনো গড়ে প্রতি ঘন্টায় ১০ জন নবজাতকের মৃত্যু ঘটছে, যা খুবই হতাশা আর দুঃখজনক। শেভ দ্য চিল্ড্রেন এশিয়া অঞ্চলের উপদেষ্টা এক গোল টেবিল বৈঠকে জানান, প্রতি বছর বিশ্বে ৩১ লাখ শিশু জন্মের ১ মাসের মধ্যে মারা যায় আর ২০১০ সালের হিসাব অনুযায়ী খোদ বাংলাদেশে বছরে ৮৩ হাজার নবজাতকের মৃত্যু হয় যা সুনামির সাথে তুল্য! ৫ বছর নিচে যে সব শিশু মারা যায় তার ৫৭% হচ্ছে নবজাতক। তাদের বয়স ১-৩০ দিনের ভিতর! কেন এই মৃত্যু! সমীক্ষায় দেখা যায় এর এক বড় অংশ মারাত্মক সংক্রামণ, জন্মের সময় শ্বাস নিতে না পারা (বার্থ এস্ফেকসিয়া), নির্ধারিত সময়ের আগে জন্মজনিত জটিলতার কারণ (অপরিনত)। কিন্তু এই তিনটিই প্রতিরোধযোগ্য। কেবল্ স্বদিচ্ছা ও সচেতনতার প্রয়োজন। গর্ভবতী মায়ের প্রতি পরিবারের সবার নজর দেয়া একান্ত প্রয়োজন। একজন সুস্থ মা'ই একটি সুস্থ সস্তান জন্ম দিতে পারে। তাই গর্ভবতী মায়ের কোন সমস্যাকেই সামান্য করে দেখার কোন কারণ নেই, তার সে সমস্যা সাধানের জন্য অবশ্যই চিকিৎক বা্ স্বাস্থ্যকর্মীর শরণাপন্ন হতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.