আমাদের কথা খুঁজে নিন

   

বাসে আগুন দেওয়া আর ভাংচুরই কি প্রতিবাদের ভাষা?

বুকের ভেতর অনবরত লিখে চলেছি, অনুভূতি গুলোকে ভাষায় ফেলতে চাই। কিছুদিন আগে নটরডেম কলেজের বাণিজ্য বিভাগের এক ছাত্র বাস চাপায় নিহত হয়। আর আজকে মিরপুর কমার্স কলেজের এক ছাত্র দুই কলেজের ছাত্রদের ভেতর পার্থক্য, নটরডেম কলেজ শোক পালন করেছে ঘটনার পরে আর কমার্স কলেজের ছাত্ররা বাসে আগুন আর অগ্নিসংযোগ। এভাবেই দুই কলেজের ছাত্রদের চেনা যায়। নটর ডেম কলেজের ছাত্ররা কখনোই বাস পুড়ানো বা ভাংচুর করায় নাম লেখায় নি। আচ্ছা বাসে আগুন আর ভাংচুর করায় যে নিরীহ মানুষের ক্ষতি হয়নি সেটা বলতে পারবেন?? ধরুন আপনি মধ্য আয়ের মানুষ, শখ করে একটি গাড়ি কিনেছেন। পরের দিন আপনার গাড়িটি বিক্ষুব্ধ ছাত্র রা পুরিয়ে দিলো। আপনি আহত হলেন। আপনার কি আদও কোন দোষ ছিল??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।