আমাদের কথা খুঁজে নিন

   

ফটিকছড়িতে আসলে কারা নিহত হয়েছিলো? লীগের সন্ত্রাসীরা নাকি নিরীহ জনতা ?

১২৩ ফটিকছড়িতে নাকি ৫০+ লীগ সন্ত্রাসী জনতার হাতে ধোলাই খেয়ে মারা গেছে। এই মর্মে ব্লগে ও পত্র পত্রিকায় নানান রকম খবর আসছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে, এইসব খবর পুরাই মিথ্যা। আসলে কি শুধু লীগের লোকই মরেছে , গ্রামবাসী কি শত শত গুলি খেয়ে মারা যায়নি? আপনাদের মাথায় যদি বিন্দু পরিমাণ ঘিলু থেকে থাকে তাহলে তাদের লেখা থেকেই আমি কিছু অংশ তুলে ধরছি , আপনারাই বুঝে নিন আসলে কোন পক্ষের লোক বেশী মরেছে। তার সাথে ছিল ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ তায়্যুব বাহিনী, যার মামলার সংখ্য ৩৫টি, আর এই সন্ত্রাসী বাহিণীর কাছে ছিল অত্যধুনিক সমরাস্ত্র।

তাদের পাহারায় ছিল স্থানিয় পুলিশ বাহিনী। তাদের সাথে ছিল ২০০ টি মোটর সাইকেল, ৫ টি মিনি ট্রাক, ৩ টি মাইক্রোবাস, ২ টি কার। এলাকার লোকের কাছে জানাযায় তাদের সংখ্য ছিল ৬০০ থেকে ৭০০ আওয়ামী লীগ, ছাত্র লীগ ও যুবলীগের সন্ত্রাসী। অত্যাধুনিক সমরাস্ত্র সহ একটা বাহিনীরে পিটাইয়া মারলো লাঠি দিয়ে আর তারা বইসা কি আঙ্গুল চুষছে? তারপর পুলিশরে মাইর দিলো পুলিশ পালটা একশন নেয়নি, একথাও কি বিশ্বাসযোগ্য? যেই পক্ষের আর যেই দলের লোকই মারা যাকনা কেন, এত হত্যা মেনে নেয়া যায়না। এটা ধর্মীয় এবং সকল দৃষ্টিতেই চরম চরম অন্যায়।

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> এই পোষ্টে উপরে যার পোষ্টের লিংক দিয়েছি তার পোষ্টে একটা কমেন্ট দিয়েছিলাম। সে সেটা সাথে সাথে মুছে দিলো। দেখলেনতো তাদের আসল উদ্দ্যেশ্য হলো মানুষকে বোকা বানিয়ে নিজেদের কুকীর্তি ঢাকা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।