আমাদের কথা খুঁজে নিন

   

~~ কাজল রঙ এ ধুয়ে যায় শহর ~~

অনেক কিছুতেই নাক গলাই যাহা না গলালেও পারি !! শহুরে দিন শহুরে রাত দু'বেলা যায় -দু'মুঠু মেখে -কেউ -আবার কেউ ইস্কুল- বাড়ি ভুল করে মেঠোপথ চড়ে নিতান্তাই অনিচ্ছায় চোখ ডলতে ডলতে চলা স্বপ্ন বাধেঁ উচুঁ বাবুই পাখির বাসায় ইচ্ছার সামাধি এটেঁ দিয়ে সাধ সকাল হয় উটে ব্যাস্তময় সময় পাখির কিচিরমির শব্দের মুদ্ধোতায় সময় ব্যায় তুচ্ছ হয়ে উঠে নিত্য নিয়ম মাপা রুটিনে । কারো কারো সময় কাটে অজান্তেই । প্রকৃতির মুদ্ধোতায় তাদের আহার জুটে না , ঐ সব উচুঁ তলার হাহাকার ।। বারবার ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়তা ভেবে ঈশ্বরের বুকে ক্রুশ এটেঁ দিতে চায়- অতঃপর নিজেদের সামলায়। উচুঁ দালানের প্রতিফলনে কারো কারো আবার বন্ধি মনে হয় -খুজে পেতে চায় সবুজ - মুক্ত হাওয়া - চাদেঁর সিন্ধো জোছনা -- শীতাতাপ নিয়ন্তিত জীবন একঘেয়েঁ হয়ে উঠে বলেই পাখায় চড়ে পারি দেয় আনন্দ নগরীতে। এ দিগে চুলে ফিতা কিনার সামথ্য নেই বলে আসমা -শিউলীর চুল বাধাঁ হয় না -এই শহরে !! খোলা চুলে এলোমেলো হয়ে শহরের অলিগলি অথবা শরৎ এর উজ্জ্বল মেঘগুলো মতো ভেসে বেরায় আকাশে জুড়ে । মলিন হাসি একটু ফেইক নয় অথচ উচুঁ তল্লার বাসিন্দারা ফেইক হাসিতে বন্ধি থাকে । শহুরে দিন গুলো - হলুট রঙচটে খসে পড়া পাতার মতো - সাইবার সর্টে বন্ধি অতঃপর ফোটশপের এডিট রুমে গিয়ে দোলাই , মেকআপ করতে ব্যাতিব্যাস্ত , প্রকৃত সুন্দরের গায়ে আরো রঙ এর প্রলেপ দিতে ব্যাস্ত !! শহর মানেই উচুঁ উচুঁ দালান কোঠায় আমার তোমার প্রেম বেমানান ! শহুরের রাস্তায় রেড লাইটে আলোয় বিশ্রাম পাতে শালিকের দল । শহর মানে রেলিং ধরে আধো আধো চোখে আকাশ দেখা বিস্ময় চোখে খুজাঁ রংধুনু অথবা মেঘের ভেলা , শহর মানেই কেউ ক্ষুদায় কাতর কেউ খাবারের ভিরে কিছুই মুখে তুলে না, সোনা ময়না টিয়া বলে মুখে পুড়ে দিলেও গলা দিয়ে নামে না উপছে বের করে দেয় --আর কিছু কিছু চোখ শূন্য দৃষ্টি বিকায় !! আমার শহর বড়ই আজব যমুনার জলে আকাঁ রঙ তুলি দিয়ে ঘেরা !! শিক্ষায় দোর বন্ধ হয়ে কাজল রঙ এ ধুয়ে যায় স্বপ্ন বড় হবার !! এখানে বড় ছোটদের তফাৎ , বিয়ে নামক শিকলে জড়িয়ে পরে নিজের অজান্তেই !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।