আমাদের কথা খুঁজে নিন

   

তাড়াতাড়ি আহুইন, টাঙ্গাইলা কিছু ভাষা হিকি

টাঙ্গাইল জেলার সাধারণ মানুষের দৈনন্দিন কথাবার্তায় প্রচলিত নিজস্ব কিছু শব্দ আছে যা সাধারনত অন্য এলাকায় ব্যাবহার করা হয় না। এরকম কিছু শব্দ নিচে দেয়া হলঃ গ্যাদা/পোলা = ছেলে, গ্যেদি = মেয়ে, কুর্কা = মোরগ-মুরগী, এ্যবা = এরকম, আন্নে = আপনি, অ্যাত = হাত, পাও/ঠ্যাং = পা, আঙ্গো = আমাদের, আবিজাবি = আবোলতাবোল, জিরানো = বিশ্রাম নেয়া, আইচছা= আচ্ছা/ঠিক আছে, ছালুন = রান্না করা তরকারী, বাত = ভাত, ক্যেওয়াজ = ফ্যাসাদ, ট্যাহা = টাকা, শরীল = শরীর, বালা = ভাল, ল্যাহাপড়া = লেখাপড়া, পাগার = পগার, খ্যাত = ক্ষেত/খেত, খোরল = ফোকর/গর্ত, ডোঙ্গা = ডিঙ্গি নৌকা, ফুবু = ফুফু, কওন = বলা, কহোন = কখন, কাম = কাজ, কাইলকা = গত/আগামীকাল, ন্যেইজ = লেজ, উটকানো = খোঁজাখুঁজি করা, উইজ্জা = স্ব-প্রণোদিত হয়ে, চুইশা = চুষে, ব্যাক্‌খানি = সবটুকু, বাস্‌না = (সু)গন্ধ, খ্যের = খড় (ধানের), ঠিলা = কলসি, কুইরা = অলস, গ্যাচ্চর = গোঁয়ার, ঘাড়ত্যারা = একগুঁয়ে, মাইগ্‌গা = মেয়েলি, ব্যাজায়/ম্যালা = অনেক/খুব, ভাগমত = যথোচিতভাবে, উচা-নিচা = উঁচু-নিচু, সরস = ভাল মানের, থাবর = থাপ্পর, বহুইন = বসুন, জাইগা = চলে যাই ইত্যাদি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.