আমাদের কথা খুঁজে নিন

   

দেশ কি কিছুটা ডিজিটাল হচ্ছে বলে মনে হচ্ছে !! দেখুন তো ভেতরে গিয়ে.

আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে গত বৃহস্পতি বার রাতে কোন একটা কাজে বিজয় নগর গিয়েছিলাম, কাজ শেষ করে বাসায় ফিরছি রিক্সা নিয়ে, হতাথ আমার চোখ ছানাবড়া হয়ে গেল কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত মেইন রাস্তার মাঝের ল্যাম্প পোস্ট গুলোর দিকে তাকিয়ে, সব গুলো বাতি জ্বলছে বিদ্যুৎ ছাড়াই. মানে সোলার সিস্টেমের মাদ্ধমে, আহা কি চমৎকার লাগলো ব্যাপারটা, মনে মনে বুকটা গর্বে ভরে গেল, বেশী দূর না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই সোলার সিস্টেমের মাধ্যমে ল্যাম্প পোস্ট অনেক আগ থেকেই চলে আসছে কিন্তু আমাদের বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্ম কর্তারা যদি এই ফর্মুলা টা আরো ৫ বছর আগ থেকে অনুসরণ করতো তাহলে আজ আমরা হয়তো বা লোডশেডিং এর কালো থাবা থেকে অনেকটা মুক্ত থাকতে পারতাম। আমি যতদূর জানি বাংলাদেশের বেশ কিছু বেসরকারি এন,জি,ও এই বিষয়টা নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্ছলে কাজ করে, আমাদের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমারটিন এ বিদ্যুৎ এর একমাত্র উৎস সোলার । এমনকি আমাদের বাংলাদেশ ব্যাংক এর ওপর ওঁ বসানো হয়েছে সোলার, অবশেষে বলি আমি যেখানে চাকুরি করি আমাদের একটা বড় মাপের গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে সেখানে ও বসানো হয়েছে সোলার। সর্বশেষে এই বলতে চাই, সোলার সিস্টেম আমাদের দেশের জন্য একটি আশীর্বাদ হতে পারে যদি সঠিক ভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রচারের পদক্ষেপ নেয়া হয়, তাতে আমাদের দেশের বিদ্যুতের অপচয় রোধ করা যাবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।