আমাদের কথা খুঁজে নিন

   

যে গল্প চিরকালের- স্ফিংসের ধাঁধা ১

থিবিস শহরের কাছে পাহাড়ের উপরে থাকে এক দানবী। তার মাথা টা মানুষের মত। শরীর টা সিংহীর মত। পায়ে ধারাল নখ, পেছনে মস্ত লেজ, আর দুপাশে দুখানা বিরাট ডানা লাগান- পাখির মত। নাম তার স্ফিংস।

দানবী কিন্তু ভীষণ হিংস্র। সরবক্ষন পাহাড়ের উপর গুটিসুটি হয়ে বসে থাকে আর তার সানে দিয়ে যদি কেও যায় তবে তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে। সে প্রশ্নের উত্তর না দিয়ে কার যাবার উপায় নেই। শর্ত, যদি ঠিক উত্তর দিতে পার ভাল, নয়ত তখন ই তোমাকে দিয়ে দানবী তার জলযোগ শেস করবে। কিন্তু সে তো প্রশ্ন নয়,সে এক বিরাট ধাঁধাঁ! কেউ তার উত্তর দিতে পারে না, দানবীও সঙ্গে সঙ্গে তাকে ধরে খেয়ে ফেলে।

এই ভাবে কত লোক এল। কেউ জেনে, কেউ না জেনে দানবীর সানে গিয়ে পড়লো। দানবীর ওই এক প্রশ্ন আর শেস প্যন্ত সবার এক ই ভগ্য। এখানে একটু আগের ঘটনা বলে নেই। ওই থিবিস ছিল গ্রীস এ, আর এক পরাক্রান্ত রাজা সেখানে রাজত্ব করতেন।

রাজার ছিল জ্যোতিষী তে অগাধ বিশ্বাস- যা সে আমলে প্রায় সকল এরদ্ধেই দেখা যেত। ওই রাজার এক ছেলে হল। রাজা জ্যোতিষী দের ডেকে ছেলের ভগ্য গননা করতে বললেন। কিন্তু তারা যা বলল টা বড় ভয়ানক কথা। ওই ছেলেই নাকি বড় হয়ে রাজাকে মেরে ফেবে।

শুনে রাজার তো চক্ষু স্থির। কিন্তু গননা করলেই তো আর ফলতে দেয়া যায় না। রাজা তাই আদেশ করলেন, এ ছেলেকে আর বড় হতে ্দেয়া হবে না। দূরে বনে পাহাড়ের উপর তাকে রেখে আসা হক, জাতে সেখানেই না খেতে পেয়ে কিংবা বন্য পশুদের হাতে ও ছেলেরৃ হত্যা হয়। নিজের হাতে ছেলেকে কেতে ফেলতে বধয় তার এটু মায়া হল।

শিশু টিকে ওই ভােই জঙ্গলে রেখে আসা হল। কিন্তু খোদার বিধান কে বুঝতে পারে? এক রাখাল ওই জংলে এ কি করতে গিয়েছিল। গিয়ে দেখে এটি অপরুপ সুন্দর খোকা। রাখালের মায়া হল, সে শিশু টিকে নিয়ে চলে এল নিজের দেশ করিম্বে। ছেলেটির নাম রাখল ইডিপাস।

ইডিপাস একটু একটু করে বড় হতে লাগলো। যেমন সুন্দর দেখতে,তেম্নি তার সাহস, আর তেমনি তার শক্তি। যুদ্ধে তাকে এঁটে ওঠা শক্ত। সে যে থিবিসের রাজার ছেলে টা কিন্তু সে ঘুনাক্ষর এও জানত না। ( চলবে) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.